পরিবেশ দূষণ রোধে তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে গতকাল পরিবেশ অধিদফতর আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে আগারগাঁও প্রশাসনিক এলাকায় ‘প্লাস্টিক ও পলিথিনের বিকল্প পণ্যের ব্যবহার’ শীর্ষক এক যুব সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, সভাপতিত্ব পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো: কামরুজ্জামান । শোভাযাত্রাটি পরিবেশ অধিদফতর থেকে শুরু হয়ে আগারগাঁও প্রশাসনিক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। যুব সমাবেশ ও শোভাযাত্রায় যুব উন্নয়ন অধিদফতর, পাট অধিদফতর, জুট ডাইভারসিফিকেশন সেন্টার, এসএমই ফাউন্ডেশন, গ্রিন সেভার্স, ডিজাইন বাই রুবিনা, এসিআই ফার্টিলাইজার, প্রিজম ফাউন্ডেশন, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। বিজ্ঞপ্তি।



