চলাচলে অনুপযোগী কেন্দুয়া মাসকা বিদ্যালয়ের রাস্তা

আবু বকর ছিদ্দিক, কেন্দুয়া (নেত্রকোনা)
Printed Edition
কেন্দুয়া মাসকা প্রাথমিক বিদ্যালয় সড়কের দৃশ্য : নয়া দিগন্ত
কেন্দুয়া মাসকা প্রাথমিক বিদ্যালয় সড়কের দৃশ্য : নয়া দিগন্ত

নেত্রকোনা কেন্দুয়া উপজেলার মাসকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভোটকেন্দ্রে যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। শুকনা মৌসুমে খানাখন্দে ভরা এ পথ বর্ষায় একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাদা-পানিতে ডুবে যায় পুরো সড়ক, হেঁটে চলাই হয় কষ্টসাধ্য। এতে স্কুলশিক্ষার্থী থেকে সাধারণ মানুষ সবাই চরম ভোগান্তির শিকার হন।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে শিক্ষক ও শিক্ষার্থীরা যানবাহন পোস্ট অফিস মাঠে রেখে হেঁটে স্কুলে যেতে বাধ্য হন। এতে উপস্থিতি কমে যায় শিক্ষার্থীদের। নির্বাচনকালীন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্ভোগও বাড়ে কয়েকগুণ। গুরুত্বপূর্ণ এই রাস্তাটির ওপর নির্ভর করে মাসকা ও চকসাদক কোনাপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। এলাকাটিতে রয়েছে ময়মনসিংহ অঞ্চলের অন্যতম বৃহৎ গরুর হাট, ইউনিয়নের একমাত্র সরকারি হাসপাতাল, পোস্ট অফিস, দু’টি মহিলা মাদরাসা, একটি আদর্শ কওমি মাদরাসা এবং একটি গার্মেন্ট ও সোয়েটার ফ্যাক্টরি। তবু মাত্র ৪ কিলোমিটার দীর্ঘ এ সড়কটির উন্নয়ন দীর্ঘদিন ধরে উপেক্ষিত। কয়েক বছর আগে ইউনিয়ন পরিষদ ইটের সলিং করলেও তা ভেঙে গিয়ে এখন প্রায় অদৃশ্য। মাসকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বলেন, ‘স্বাধীনতার এত বছর পরেও একটি সরকারি বিদ্যালয়ের রাস্তায় এমন দুরবস্থা দুঃখজনক।’ মাসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমানও রাস্তাটির জরুরি সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, ‘এটি বিদ্যালয় ও ভোটকেন্দ্রে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা। তাই দ্রুত ব্যবস্থা নিতে প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে।’ উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার স্বীকার করেন, ‘রাস্তাটির অবস্থা খুবই খারাপ। তবে বাজেট সঙ্কটের কারণে তা সংস্কারে দেরি হচ্ছে।’