ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বিপে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপে সর্বশেষ খেলা সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন একটি করে ম্যাচ খেলা মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানা। তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ২৪ বলে মাত্র সাত রান করেন নাঈম, অন্য দিকে বল হাতে ৮.২ ওভার বোলিং করে ৫৬ রান খরচায় উইকেটশূন্য ছিলেন নাহিদ রানা। পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় এবার আর তাদের ওপর আস্থা রাখেনি নির্বাচকরা। এ ছাড়া ইনজুরির কারণে আফগানিস্তানের মতো এ সিরিজেও নেই লিটন দাস।
এবারের দলে সবচেয়ে বড় চমক নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন। উইকেটকিপার-ব্যাটসম্যান অঙ্কন প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। ইতোমধ্যেই দেশের হয়ে একটি টেস্ট খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা এই ডান হাতি ব্যাটার লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৬ ম্যাচে ৪ সেঞ্চুরিসহ ৩৪২৯ রান করেছেন। গড় ৪৪.৫৩-যা তাকে নির্বাচকদের নজরে এনেছে।
দীর্ঘ দিন দলের বাইরে থাকা সৌম্য সরকার ফিরেছেন ওয়ানডে দলে। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। অভিজ্ঞ এই ওপেনার ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭৬টি ওয়ানডে খেলে ২১৯৮ রান করেছেন। সৌম্যর ফেরা মূলত আফগানিস্তান সিরিজে না খেলার কারণেই আলোচনায় ছিল, কারণ ভিসা জটিলতায় তিনি আরব আমিরাতে যেতে পারেননি।
১৮, ২১ ও ২৩ অক্টোবর ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। এরপর দুই দল চট্টগ্রামে গিয়ে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।
ঘোষিত ওয়ানডে স্কোয়াডে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। তার অধিনায়কত্বে এই দলটি তুলনামূলকভাবে তরুণ হলেও দলে রয়েছে অভিজ্ঞতা ও প্রতিভার সংমিশ্রণ। ব্যাটিং অর্ডারে শান্ত, হৃদয়, সৌম্য ও সাইফ হাসানকে ঘিরে দলের ভিত্তি তৈরি হয়েছে, সাথে নতুন সংযোজন মাহিদুল অঙ্কনের ওপরও নজর থাকবে সবার। বোলিং বিভাগে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং তরুণ পেসার তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে রয়েছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
ক্যারিবীয়দের বিপে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।