কানের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতায় বাংলাদেশ

বিনোদন প্রতিবেদক
Printed Edition
কানের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতায় বাংলাদেশ
কানের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতায় বাংলাদেশ

বাংলাদেশের সিনেমার জন্য এটি এক ঐতিহাসিক ও গৌরবময় ঘটনা। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো বাংলাদেশের নাম। উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘আলী’।

কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশের কোনো চলচ্চিত্রের তালিকাভুক্ত হওয়া এবারই প্রথম। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের সাথে ‘আলী’ প্রতিদ্বন্দ্বিতা করবে পাম দ’ওর বা স্বর্ণ পামের জন্য। শুক্রবার (২৫ এপ্রিল) কানের কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। প্রযোজনায় আছেন বাংলাদেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। ছবিটির লাইন প্রোডাকশন করেছে বাংলাদেশের রানআউট ফিল্মস।

এমন এক অর্জন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টদের তো আনন্দিত করবেই, পাশাপাশি তরুণদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রযোজক তানভীর হোসেন। তিনি বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। অথচ এই মাধ্যম থেকেই একজন তরুণ নির্মাতা অভিজ্ঞ হয়ে ওঠে। আমাদের সিনেমা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়াটা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। আমরা বলতে চাই, আমরাও বিশ্বমানের কাজ করতে পারি।’

কান উৎসবের নিয়মের কারণে ‘আলী’ নিয়ে বেশি কিছু বলতে পারেননি নির্মাতা আদনান আল রাজীব। তবে জানান, ২০২৪ সালের নভেম্বর মাসে সিলেটে ছবিটির শুটিং হয়েছে। গল্পের সামান্য ধারণা দিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটি অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। ছবিটি সহজ, সরল ও নান্দনিক ভঙ্গিতে নির্মাণ করার চেষ্টা করেছি।’

নির্মাতা আদনান ও প্রযোজক তানভীরের কানে যাত্রা এখানেই শেষ নয়। ‘আলী’ ছবির মূল প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্যাটালগ’, যা মূলত আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন এবং আরভিন বেলারমিনো-র যৌথ নির্মাণ সংস্থা। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যেই এটি গড়ে ওঠে। এর অংশ হিসেবেই নির্মিত হয়েছে বাংলাদেশ থেকে আদনান পরিচালিত ‘আলী’ এবং ফিলিপাইন থেকে আরভিন ও কাইলার যৌথ পরিচালনায় ‘আগাপিতো’। দু’টি ছবিরই সহ-প্রযোজক আদনান ও তানভীর।

একই প্রযোজনা প্রতিষ্ঠানের দু’টি ছবির কানের মূল প্রতিযোগিতায় স্থান পাওয়া নিঃসন্দেহে একটি বিরল অর্জন। সব মিলিয়ে, কানের ৭৮তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ এবং ফিলিপাইনের ‘আগাপিতো’ নিয়ে এবার উৎসবে জোরালো উপস্থিতি জানাবে বাংলাদেশ।

ভূমধ্যসাগরের তীরে, দক্ষিণ ফরাসি উপকূলে, ১৩ মে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎসব, চলবে ২৪ মে পর্যন্ত।

উল্লেখযোগ্য যে, এর আগে কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য ছবি ‘মাটির ময়না’ ও ‘রেহানা মরিয়ম নূর’ স্থান পেয়েছিল।