নিরাপত্তা ও সহায়তা নিয়ে মিত্রদের সাথে ইউক্রেনের বৈঠক

Printed Edition

এপি

রাশিয়ার সাথে যুদ্ধের অবসান এবং ইউক্রেনের নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তা নিয়ে ইউরোপসহ বিভিন্ন মিত্র দেশের সাথে কিয়েভের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা কিয়েভ সফরে আসেন।

বৈঠকের পর ইউক্রেনের আলোচনা প্রতিনিধিত্বকারী ওলেক্সান্দার বেভজ জানান, ইউরোপীয় অংশীদারদের সাথে নিরাপত্তা নিশ্চয়তার পরিকল্পনা সমন্বয় করেছে কিয়েভ। এতে প্রথম প্রতিরক্ষা সারি হিসেবে থাকবে ইউক্রেনীয় বাহিনী। ইউরোপ নেতৃত্বাধীন বাহিনী ইউক্রেনে মোতায়েন হবে ও যুক্তরাষ্ট্র সহায়তা প্রদান করবে। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী তারাস কাচকা বলেন, আন্তর্জাতিক অংশীদাররা আগামী দশ বছরে ইউক্রেনের জন্য প্রায় ৮০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তা দিতে একমত হয়েছেন।

এ দিকে যুদ্ধ বন্ধে অংশীদার দেশগুলোর সাথে বৈঠকের জন্য প্যারিস সফরের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিন বলেছেন, শান্তি প্রস্তাব নিয়ে আলোচনায় থাকা সব নথি ১৮টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যার মধ্যে নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত প্রস্তাবও রয়েছে। এর মাধ্যমে শান্তিচুক্তির কার্যক্রম আরও দ্রুত পরিচালনা করা সম্ভব হবে। জেলেনস্কি বলেন, এখন এই প্রস্তাবগুলো ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীসহ কানাডা, জাপান ও অন্যান্য অংশীদার দেশের পর্যায়ে আলোচনা হবে।

ইউক্রেনের জেনারেল স্টাফ ও সামরিক বিভাগের প্রতিনিধি সোমবার প্যারিসে বৈঠক করবেন। এর পর মঙ্গলবার ইউরোপীয় নেতাদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত নথি চূড়ান্ত হবে বলে আশা জেলেনস্কির। এ ছাড়া প্যারিসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে আলাদা বৈঠকও অনুষ্ঠিত হবে। সর্বশেষ গত শুক্রবার খারকিভ শহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এতে দু’জন নিহত হয়েছেন। যার মধ্যে একটি তিন বছর বয়সী শিশুও রয়েছে।