রাজপথে মৃত্যুর হানা

জামালপুরে ভ্যান-বাইক সংঘর্ষে ৪ জন নিহত

অন্যান্য স্থানে প্রাণ গেল আরো ৫ জনের

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

জামালপুরে কাভার্ডভ্যানের সাথে ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরো পাঁচজনের।

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। আহত আরো ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে জামালপুর সদর উপজেলা তিতপল্লা এলাকার অর্থনৈতিক অঞ্চলের (ইপিজেড) সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান জামালপুর শহরগামী একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া (২৫) ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয়রা ইজিবাইকের অন্য যাত্রী চান মিয়া ও আরিফা খাতুন (পলি) এবং অজ্ঞাত একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে কর্মরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহত চান মিয়ার বাড়ি সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে, রাশেদ মিয়া ও পলির বাড়ি সরিষাবাড়ী উপজেলায় বলে জানা গেছে।

অন্য দিকে গুরুতর আহত জাহাঙ্গীর আলম, সাদিকা বেগম, ফারজানা আক্তার, সন্দ্যা আক্তার ও শিশু আরিশসহ অজ্ঞাত একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়। আহতদের বাড়ি জামালপুর সদর উপজেলার দিগপাইত এবং তিতপল্লা ইউনিয়নে বলে জানিয়েছে পুলিশ।

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার ৭৩ নম্বর উত্তর-পশ্চিম গছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়মুনা (৬) উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের মুন্সিবাড়ির মো: লুৎফর মুন্সির মেয়ে।

নিহতের পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে বিদ্যালয়ে যায় মায়মুনা। বিদ্যালয় ছুটি হলে বাড়ি ফেরার পথে সে দশমিনা-বাউফল সড়কের ৭৩ নম্বর উত্তর-পশ্চিম গছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বেপরোয়া গতির অটো গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় মায়মুনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মো: মিরাজ মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের জব্বার মিয়ার ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো: রোমান মোল্যা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। সকালে ঢাকাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা মারে। এতে মিরাজ ঘটনাস্থলেই নিহত হন।

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, কুলাউড়া-বড়লেখা সড়কের কুলাউড়া ছামি ইয়ামি রেস্টুরেন্টের সামনে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং মোটরসাইকেলের অপর দুই আরোহী ও পিকআপের চালকসহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন। পিকআপ ভ্যানের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত ১১টার দিকে। জানা যায়, মারওয়ান আহমদ (২২) বড়লেখা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের অন্যতম নেতা এবং বড়লেখার কাঁঠালতলী গ্রামের ফয়সল আহমদের ছেলে। কুলাউড়া থানার ওসি ওমর ফারুক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও চারজনের আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

বাসস জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাদল মিয়া (৩০) নাম এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে চালকসহ আরো ২০ জন। গুরুতর আহতাবস্থায় তাদের মাধবপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের বিল্টু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে একটি বাস হবিগঞ্জ জেলার চুনারুঘাট মুড়ারবন্দ মাজারে যাওয়ার পথে বেজুরা নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের চালকসহ অন্তত ২১ জন আহত হন। গুরুতর আহতাবস্থায় তাদের মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাদল মিয়া মারা যান।

বগুড়া অফিস জানায়, বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সিফাত (৪০) দুপচাঁচিয়া উপজেলার চকশুকানগাড়ী গ্রামের ইউনুছ আলীর ছেলে। সোমবার কাহালু উপজেলার বিবিরপুকুর রহিম ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও কাহালু ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আমির হামজা জানান, বগুড়া থেকে মোটরসাইকেল নিয়ে দুপচাঁচিয়া যাওয়ার পথে একটি অটোভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সিফাত ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।