প্রশ্নোত্তর

Printed Edition

প্রশ্ন : আমার বয়স ১৬-এর মতো। আমি ইসলামিক মাইন্ডেড। কাকতালীয়ভাবে আমার এমন একজনের সাথে সম্পর্ক হয়ে যায় যে ভালো মেয়ে এবং ইসলামমনা। কিন্তু সে বিভিন্ন কারণে তার বাবা-মায়ের কাছে নির্যাতনের শিকার। আমার কী করা উচিত।

উত্তর : বিয়েপূর্ব এই সম্পর্ক সম্পূর্ণ হারাম। শয়তান অনেক সময় ভালো সেজে মানুষকে বিভ্রান্ত করে। আপনারা শয়তানের চক্রান্তের শিকার। সুতরাং এখনই এটি থেকে বের হয়ে সেই মেয়ের সাথে যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেবেন। সেই মেয়ের দায়িত্ব তার মা-বাবার, তার পরিবারের। আপনার ওপর কোনো দায়িত্ব নেই। তার বিষয়ে কোনো চিন্তা করার অধিকারও আপনার এখন নেই।

-ফতোয়া বিভাগ, আস-সুন্নাহ ট্রাস্ট