প্রশ্ন : বাংলাদেশ ব্যাংক পরিচালিত ১০০ টাকার প্রাইজবন্ড কেনা হালাল না হারাম? এই বন্ড থেকে পুরস্কার গ্রহণ করা হালাল নাকি হারাম?
উত্তর : প্রাইজবন্ড সম্পূর্ণ হারাম, সুদি কারবার। সরকার প্রাইজবন্ড ছাড়ে, যা যেকোনো ব্যাংক থেকে ভাঙানো যায়। একটি নির্ধারিত মেয়াদের পর লটারির মাধ্যমে ড্র করা হয়। এরপর বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। এই পুরস্কারটিই রিবা নাসিয়াহ বা সুদ। প্রাইজবন্ড ক্রয়ের মাধ্যমে ব্যাংককে ঋণ দেয়া হচ্ছে। আর ব্যাংক প্রাইজ বা পুরস্কার দেয়ার নামে ক্রেতাকে সুদ দিচ্ছে।
-ফতোয়া বিভাগ, আস-সুন্নাহ ট্রাস্ট



