চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে আমাদের সুখী, সমৃদ্ধ ও মানবিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে চুয়েটের দায়িত্ব কেবল দক্ষ প্রকৌশলী তৈরি করা নয় বরং নৈতিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। যখন মানুষ আত্মমর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ হয়, তখন পরিবর্তন অনিবার্য। এই আত্মবিশ্বাস নিয়েই আমাদের একটি বৈষম্যহীন, জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর দেশ গড়তে হবে।
রোববার চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত “শহীদ বুদ্ধিজীবী দিবস”-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আলম সরকার। এতে আরো বক্তব্য রাখেন ডিনদের পক্ষে তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, চুয়েট কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: মকবুল হোসেন, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক প্রিয়তোষ চক্রবর্তী, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের ছাত্র আদিল রায়হান। এতে সঞ্চালনা করেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও সিন্ডিকেট শাখার সেকশন অফিসার মীর মোহাম্মদ রাতুল হাসান। শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েটের স্টাফ কোয়াটার জামে মসজিদের ইমাম মাওলানা হামিদ উল্লাহ। বিজ্ঞপ্তি।



