দু’জন চিকিৎসক দিয়ে চলছে সেবা কার্যক্রম

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মৌলভীবাজার প্রতিনিধি
Printed Edition

মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সঙ্কটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। টেকনোলজিস্ট না থাকায় নষ্ট হলো মূল্যবান এক্সরে মেশিন। মেরামতের বরাদ্দ না আসাতে বিকল হলো দু’টি অ্যাম্বুলেন্স। আবকাঠামো সঙ্কটে ৩১ শয্যার হাসপতালে এখন ১৯ শয্যার কার্যক্রম চলছে।

হাসপাতালের পরিসংখ্যান শাখার তথ্য সূত্রে জানা গেছে, মাত্র দুইজন এমবিবিএস ডাক্তার দিয়ে চলছে আড়াই লাখ মানুষের চিকিৎসাসেবা। সব মিলিয়ে ৫৯টি শূন্য পদ রয়েছে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এর মধ্যে গাইনি সার্জারি আবাসিক মেডিক্যাল অফিসারসহ চিকিৎসকদের ৯টির মধ্যে ছয়টি পদই শূন্য। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগে চিকিৎসা নিতে আসেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৫০০ থেকে ৬০০ রোগী।

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শূন্যপদ থাকায় টানাপোড়নে চলছে হাসপাতাল। এর মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে অননুমোদিত ছুটি নিয়ে চলে গেছেন প্রবাসে। এদের কোনো যোগাযোগ নেই কর্র্তৃপক্ষের সাথে। এমন সাতটি পদ রয়েছে। এ ধরনের ছুটির কারণে পদ সৃষ্টি হচ্ছে না। নিয়োগও দেয়া যাচ্ছে না। শুধু টেকনোলজিস্ট না থাকার কারণে এক্সরে মেশিন কোনো দিনই চালু করা যায়নি। অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেলো সরকারি সম্পদ। রাজনগর উপজেলার তিনটি উপস্বাস্থ্য কেন্দ্রে পদ থাকলেও ডাক্তার নেই।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ফাতেমা বেগম (৪০) বলেন, পেট ব্যথা নিয়ে এসেছিলাম। পরীক্ষা-নিরীক্ষার জন্য চলে যাচ্ছি মৌলভীবাজারে। মুন্সিবাজারের বাবলু মিয়া (৩৮) পায়ের আঙ্গুল কেটে সেলাই দিতে আসেন হাসপাতালে। তাকে সাথে সাথে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। কারণ সেলাই দেয়ার মতো কেউ নেই এখানে।

উপজেলা সদরের ব্যবসায়ী আব্দুস শহীদ বলেন, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুরবস্থায় রয়েছে। ঠিকমতো রোগীরা সেবা পাচ্ছেন না। প্রাথমিক চিকিৎসা দিয়েই পাঠানো হয় মৌলভীবাজারে। ওষুধ থাকলেও ঠিকমতো সরবরাহ করা হয় না। ভঙ্গুর ব্যবস্থাপনার কারণে হাসপাতালের সার্বিক মান নিম্নমুখী। পয়ঃপ্রণালীর ভয়ানক অবস্থা। কিছুদিন পরপর ট্যাংকি থেকে ময়লা বের হয়ে হাসপাতালের পরিবেশ নষ্ট করে ফেলে।

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈয়দ শাহরিয়ার মাহমুদ বলেন, জনবল সঙ্কটের বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সীমিত জনবল দিয়ে মানুষের সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে।