কোন লোহা দিয়ে কী তৈরি করা হয়

জানা-অজানা

Printed Edition
কোন লোহা দিয়ে কী তৈরি করা হয়
কোন লোহা দিয়ে কী তৈরি করা হয়

ছোট্ট বন্ধুরা,

গত দিন তোমরা বিভিন্ন ধরনের লোহা সম্পর্কে জেনেছ। আজ জানবে কোন লোহা দিয়ে কী তৈরি করা হয়।

ঢালাই লোহা দিয়ে তৈরি করা হয় থাম, জালবেড়া (রেলিং) ইত্যাদি। পেটা লোহা দিয়ে তৈরি করা হয় কামানের জিনিস। ইস্পাত দিয়ে তৈরি করা হয় কড়িবরগা, শিক, রেললাইন ইত্যাদি। সংকর ইস্পাত দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের যন্ত্র, যুদ্ধজাহাজের বর্ম, বাসনপত্র ইত্যাদি। এবার ছবি দেখো এবং মজা করো।

- লোপাশ্রী