চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া বলেছেন, বিজয় একটি জাতির আত্মপরিচয়। ১৬ ডিসেম্বর এই দিনটি কেবল একটি ঐতিহাসিক তারিখ নয় বরং এটি একটি জাতির আত্মপরিচয় পুনরুদ্ধারের দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটি নিপীড়িত জাতির মুক্ত আকাশে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন আজ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবাই মিলে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার সম্মিলিত অঙ্গীকার থাকতে হবে। মঙ্গলবার চুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিল কক্ষে ‘মহান বিজয় দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলমের সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন- ডিনদের পক্ষে পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, পরিচালকদের পক্ষে গবেষণা ও সম্পসারণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, প্রভোস্টদের পক্ষে মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট অধ্যাপক ড. বিপুল চন্দ্র মণ্ডল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম, চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, চুয়েট কর্মচারী সমিতি/স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো: জামাল উদ্দীন এবং শিক্ষার্থীদের পক্ষে ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইকা শুহাদা। অনুষ্ঠানমালা সঞ্চালনায় ছিলেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও ইটিই বিভাগের সহকারী অধ্যাপক প্রিয়ন্তি পাল টুম্পা। অনুষ্ঠানের শুরুতে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ কারি মাওলানা নুরুল্লাহ। সকালে শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশন সহকারে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন কাজ ভিসি। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- প্রীতি ক্রিকেট ম্যাচ, বীর শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রভৃতি। বিজ্ঞপ্তি।



