সমস্যায় জর্জরিত কুলাউড়ার প্রবাসী ঈদগাঁও বাজার

Printed Edition

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের মাদানগর প্রবাসী ঈদগাঁও বাজারটি নানা সমস্যা ও অব্যবস্থাপনায় জর্জরিত। প্রতিষ্ঠার ছয় বছর পরও বাজারটির উন্নয়নে তেমন কোনো সরকারি উদ্যোগ না থাকায় ক্রেতা-বিক্রেতারা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে প্রবাসী ও এলাকাবাসীদের অর্থায়নে ২৬ শতক জমি ক্রয় করে সরকারের নামে এই বাজার প্রতিষ্ঠা করা হয়। বাজারের পাশে মসজিদ, মাদরাসা, ঈদগাঁও মাঠ ও কবরস্থান থাকায় এটি স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সপ্তাহে দুই দিন- মঙ্গলবার ও শুক্রবার এখানে সাপ্তাহিক হাট বসে।

বাজার প্রতিষ্ঠার পর কয়েক বছর উপজেলা প্রশাসন ইজারা দিয়ে বছরে প্রায় ৪০ হাজার টাকা রাজস্ব আয় করত; কিন্তু স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ষড়যন্ত্রে গত দুই বছর ধরে বাজারটির ইজারা দেয়া বন্ধ হয়ে গেছে। ফলে সরকারের রাজস্ব আয় বন্ধ থাকার পাশাপাশি বাজারের উন্নয়ন কার্যক্রমও স্থবির হয়ে পড়ছে।

সরেজমিন দেখা যায়, সরকারিভাবে একটি শেডঘর নির্মিত হলেও বাজারের প্রায় ৮০ শতাংশ জায়গায় কোনো ছাউনি নেই। ফলে কৃষকরা বৃষ্টি এলেই তাদের উৎপাদিত সবজি ও পণ্যসামগ্রী নিয়ে বিপাকে পড়েন।

বাজারের অন্যতম প্রতিষ্ঠাতা দণিসুরমা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো: গিলমান আলী, মাওলানা শেখ এবাদুর রহমান ও প্রবাসী মো: মারজান আলী জানান, বাজারে শেডঘর, রাস্তা সংস্কার ও মাটি ভরাটের দাবি বহু দিনের। কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, ইজারা ও অন্যান্য সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহি উদ্দিন বলেন, বাজার কর্তৃপ লিখিতভাবে আবেদন দিলে প্রয়োজনীয় পদপে গ্রহণ করা হবে।