লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান মিসরের

Printed Edition

মিডল ইস্ট মনিটর

দক্ষিণ লেবাননের পাঁচটি দখলকৃত সীমান্ত চৌকি থেকে ইসরাইলের সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে মিসর। কায়রোতে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সাথে যৌথ সংবাদ সম্মেলনে মিসরের প্রধানমন্ত্রী মোস্তাফা কামাল মাদবৌলি এই আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়ভাবে পাশে আছি। ইসরাইলের দখলদারিত্ব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।’

এই পাঁচটি চৌকি ২০২৪ সালের শেষ দিকে ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির পর ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে আসে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে এসব এলাকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করার কথা ছিল; কিন্তু চুক্তি বাস্তবায়নে বিলম্ব এবং ইসরাইলের নিরাপত্তা উদ্বেগের কারণে তারা এখনো ওই চৌকিগুলোতে অবস্থান করছে।

ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করেছে, হিজবুল্লাহর সামরিক পুনর্গঠনের আশঙ্কায় তারা ওই অঞ্চলগুলোতে অবস্থান বজায় রেখেছে। তাদের মতে, লেবাননের সেনাবাহিনী এখনো পুরোপুরি দক্ষিণাঞ্চলে মোতায়েন হয়নি এবং হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার অপসারণে কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। মিসরের প্রধানমন্ত্রী বলেন, ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ইসরাইলের উচিত অবিলম্বে দখলকৃত এলাকা থেকে সরে যাওয়া এবং জাতিসঙ্ঘের রেজুলেশন অনুযায়ী লেবাননের সার্বভৌমত্ব সম্মান করা।’

তিনি আরো বলেন, ‘মিসর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত।’ লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম মিসরের সমর্থনের প্রশংসা করে বলেন, ‘এই সহযোগিতা আমাদের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক চাপ বাড়াতে সহায়ক হবে।’

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই চৌকিগুলো থেকে ইসরাইলের সেনা প্রত্যাহার না হলে সীমান্তে উত্তেজনা পুনরায় বাড়তে পারে।