ফেসবুকে প্রেমের ফাঁদ

সাড়ে ১০ লাখ টাকা নেয়ার অভিযোগে যুবক গ্রেফতার

আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন এবং পরিবারের সদস্যদের বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মো: রাজিব খান ওরফে ঈশানকে (২৮) গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ জানায় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, ভুক্তভোগী সুমাইয়া সুলতানা গ্রিস প্রবাসী ঈশানের সাথে প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচিত হন। পরিচয় থেকে দ্রুত প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। সুমাইয়ার ছোট ভাই এবং বোনের দেবরকে নিজ খরচে গ্রিসে পাঠানোর প্রতিশ্রুতি দেন। বিদেশে পাঠানোর নাম করে ঈশান ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে ৪ লাখ টাকা নেন। গত ৮ অক্টোবর সুমাইয়ার সাথে সাক্ষাৎ করে পাঁচ লাখ টাকা নিয়ে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ভুক্তভোগী সুমাইয়া বুঝতে পারেন যে, ঈশান প্রতারণামূলকভাবে তার বিশ্বাসভঙ্গ করে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

এ ঘটনায় গত শুক্রবার ভুক্তভোগী সুমাইয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোহাম্মদপুর থানা পুলিশ প্রতারক মো: রাজিব খান ওরফে ঈশানের অবস্থান শনাক্ত করে মিরপুর-১০ মেট্রোস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরো সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপি জানায়, রাজধানীর মিরপুর, আজিমপুর, ভাটারা ও বাড্ডাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- দারুস সালাম থানার ৯ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সাইমন ইসলাম রনি (৪২), সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো: রুবেল পেদা (৩০), পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তারিকুল ইসলাম চৌধুরী তাপস (৩০), নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো: জানে আলম চৌধুরী ঠান্ডু (৩২), ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঈশান শিকদার মিরাজ (২৬), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আল হেলাল (৪৭) ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সক্রিয় সদস্য ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো: মোরশেদ আলম মুন্না (২৮)।

ছুরি হাতে কমলাপুর স্টেশনে ভাইরাল শাহ আলী গ্রেফতার : রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছুরি হাতে ঘোরাফেরার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শাহ আলী সিকদারকে (৩৫) গাজীপুর থেকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, গত ১৬ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনে শাহ আলী সিকদার ছুরি হাতে ছবি তুলেছিলেন; যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পর অবস্থান শনাক্ত করে পুলিশ রোববার রাতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।