রাগবিও আনছে প্রবাসী খেলোয়াড়

রফিকুল হায়দার ফরহাদ
Printed Edition
ক্লাব কাপ রাগবির জার্সি উন্মোচন অনুষ্ঠানে কর্মকর্তারা : নয়া দিগন্ত
ক্লাব কাপ রাগবির জার্সি উন্মোচন অনুষ্ঠানে কর্মকর্তারা : নয়া দিগন্ত

বাংলাদেশ রাগবি ফেডারেশনের ( ইউনিয়ন) নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েছে দেড় মাস হলো। কমিটির সাধারণ সম্পাদক আক্তার উজ জামানের নেতৃত্বাধীন কমিটির প্রথম আসর জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি শুরু হচ্ছে আগামীকাল। পল্টন ময়দানে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের স্পন্সর ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি। ৩২টি দল ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে এই আসরে। এখান থেকে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাইয়ের কথা গতকাল সংবাদ সম্মেলনে জানান আক্তার উজ জামান। তবে শুধু দেশী খেলোয়াড়ই নয়। বাংলাদেশ রাগবি ফেডারেশনের চোখ এখন প্রবাসী খেলোয়াড়ে। সাধারণ সম্পাদক জানান, ‘আমরা ফ্রান্স ও ইংল্যান্ডে বসবাস করা ২২ জনের মতো প্রবাসী রাগবি খেলোয়াড়ের সাথে যোগাযোগ করেছি। তারা বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী।’

আগামী বছরের এস এ গেমসে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের রাগবি। গেমসে এই প্রথম খেলছে রাগবি। বাংলাদেশের লক্ষ্য এই গেমস থেকে স্বর্ণ জয়। আক্তার উজ জামান জানান, আগামী এস এ গেমসে রাগবি খেলবে না ভারত। ফলে আমাদের পদক জয় এক প্রকার নিশ্চিত। তবে আমরা স্বর্ণ জিততে চাই। কারণ ব্যাপক পরিচিতির জন্য বড় সাফল্য মানে স্বর্ণ জয় জরুরি। তাই এস এ গেমসে স্বর্ণ জিততে আমরা ৮ থেকে ১০ জন প্রবাসী খেলোয়াড় নেবো। যাদেরকে পেয়েছি তারা ছয় থেকে ছয় ফুটের বেশি লম্বা- যা রাগবির জন্য একেবারেই ফিট।

এই প্রক্রিয়ার আগে প্রবাসী খেলোয়াড়দের ট্রায়াল নেয়া হবে। আক্তার বলেন, আমরা প্রবাসী আনলাম, ‘তারা ভালো খেলোয়াড় হলো। কিন্তু এখানকার খেলোয়োড়দের সাথে মানিয়ে নিতে পারল না, তাহলে তো হবে না। তাই তাদের পরখ করা হবে।’ এরইমধ্যে দুই প্রবাসী খেলোয়াড় এস আর রাগবি ক্লাবে খেলার জন্য বাংলাদেশে এসেছেন। তাদের একজন ফ্রান্সের অগাস্তো। অন্যজন ভারতের হাদী। ফেডারেশনের সাথে যোগাযোগ করা প্রবাসীদের মধ্যে ১৪ জন ইংল্যান্ডের। এদের মধ্যে ৯ জন এখনই প্রস্তুত দেশে আসতে। সেক্রেটারি তথ্য দেন, রাগবির নিয়ম হলো তারা বাংলাদেশী পাসপোর্টধারী না হলেও চলবে। তাদের বাবা-মা বা পূর্ব পুরষদের কেউ বাংলাদেশী পাসপোর্টধারী হলেই হলো।

জাতীয় ক্লাব রাগবি শেষে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল নেপাল যাবে। এরপর সেপ্টেম্বরে ঢাকায় ছয় জাতি রাগবি সেভেন করতে চায় ফেডারেশন। এতে পাকিস্তান , শ্রীলঙ্কা এবং নেপালের অংশগ্রহণ নিশ্চিত। এর বাইরে কাতার ও ইরানকে আনার লক্ষ্য। বাংলাদেশের টার্গেট বিশ্ব রাগবির সদস্য পদ পাওয়া। এ জন্য এ বছরের ডিসেম্বরের মধ্যে কিছু শর্তপূরণ করতে হবে। বছরে ছয়টি ঘরোয়া লিগ করার পরিকল্পনা ফেডারেশনের।