পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দাখিল করা আটটি মনোনয়নপত্রের মধ্যে সাতটি বৈধ এবং একটি বাতিল ঘোষণা করা হয়েছে। পাবনা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: শাহেদ মোস্তফা গত রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে ভোটার সমর্থক ফরমে ত্রুটি এবং মামলার তথ্যের কারণে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থী হলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ (যুব আন্দোলন) পাবনা জেলা পশ্চিম শাখার সভাপতি ও হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আনোয়ার শাহ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল আজাদ মল্লিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঈশ্বরদী উপজেলা সাধারণ সম্পাদক সোহাগ হোসেন এবং নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও নারী ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক শাহনাজ হক।



