অক্টোবরেও আবহাওয়ায় থাকবে ভিন্নতা পূর্ব অভিজ্ঞতার সাথে মিলবে না

হামিম উল কবির
Printed Edition

অক্টোবরে আবহাওয়া আগের বছরের সাথে মিলবে না, থাকবে কিছুটা ভিন্নতা। আবহাওয়া যারা পর্যবেক্ষণ করেন তাদের কাছে এবারের অক্টোবরটা একটু অস্বাভাবিক মনে হতে পারে। এ মাসের মাঝামাঝিতে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিলেও বৃষ্টির প্রবণতা থেকে যেতে পারে। অক্টোবরের মাঝামাঝি থেকে সার্বিক তাপমাত্রা কমে যাবে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে যাওয়ার কারণে। তবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এবার মৌসুমি বায়ু অক্টোবরে চলে যেতে কিছুটা দেরিও হতে পারে। আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের কারণে গভীর নিম্নচাপ, বর্ধিত আর্দ্রতার অসংলগ্ন বৃষ্টির কারণ হতে পারে।

সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে মৌসুমি বায়ু বিদায় নেয়। আজ মঙ্গলবার অক্টোবরের প্রথম সপ্তাহ শেষ হয়ে যাবে; কিন্তু মৌসুমি বায়ু রয়েই গেছে। শুধু উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল নয়, সারা দেশেই মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করছেন এপ্লিকেশন সায়েন্টিস্ট-ওয়াটার, ক্লাইমেট অ্যান্ড সোস্যাইটি, ইউনিভার্সিটি অব হাওয়াইর সাবেক শিক্ষক ড. মো: রাশেদ চৌধুরী। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ুতে যেমন পরিবর্তন হয়েছে তেমনি তাপমাত্রারও পরিবর্তন হয়েছে। এসব কারণে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বৃষ্টিপাতের মৌসুম দীর্ঘায়িত হচ্ছে।

জুন থেকে সেপ্টেম্বরে ভারী বৃষ্টি ও আর্দ্রতা মাটি ও বায়ুমণ্ডলে বেশি পানি ধরে রাখার উদাহরণ তৈরি করেছে। মাটি ও বায়ু বেশি আর্দ্রতা ধরে রাখার কারণে আকাশে মেঘ সৃষ্টির প্রবণতা বেড়েছে এবং ফলত বৃষ্টি হচ্ছে। এই প্রবণতা অক্টোবরেও থাকার সম্ভাবনা রয়েছে। আবার সূর্যালোকের কারণে দিনের তাপমাত্রা বৃদ্ধি ও রাতে শীতলতা বেড়ে যাওয়ায় দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আবাহওয়ার পরিবর্তনের কারণে কোনো কোনো অঞ্চলে ভারী বর্ষণে হঠাৎ করে রাস্তায় পানি জমে গেছে। এটাকে আবহাওয়াবিদরা বৃষ্টি ‘বোম্ব’ বলছেন। একই সাথে বজ্রপাত হচ্ছে বেশ বিকট শব্দে। এই পরিবর্তনগুলোই অক্টোবর মাসে হচ্ছে। আগের বছরগুলোতে অক্টোবরে আবহাওয়ার এতো নতুন বৈশিষ্ট্য লক্ষ করা যায়নি। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে পরিবেশে শুষ্কতা শুরু হয়ে যায়। অক্টোবরে যে বৃষ্টিটা হয় তা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাবে হয়ে থাকে।

আবহাওয়া দফতর চলতি মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই লঘুচাপগুলো থেকে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। অক্টোবরে সাধারণত প্রতি বছরই নিম্নচাপ সৃষ্টি হয়ে থাকে বঙ্গোপসাগরে তবে প্রতি বছরই ঘূর্ণিঝড় হয় না। আবার ঘূর্ণিঝড় হলেও বেশির ভাগ সময় বাংলাদেশে আঘাত হানে না, ভারতীয় ভূখণ্ডে আঘাত হানতে দেখা যায়। তবে নিম্নচাপের অথবা এমনকি লঘুচাপের প্রভাবে অক্টোবরের বেশ কয়েক দিন বৃষ্টি হয়ে থাকে।

গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। আবহাওয়া দফতর বলছে, আজ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ঠিক এমন ধরনের আবহাওয়া চলতি মাসের আরো এক সপ্তাহ থাকতে পারে। যে ভিন্নতা দেখা যাবে তা হয়তো সাধারণ মানুষের চোখে নাও পড়তে পারে কিন্তু আবহাওয়া যারা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাদের চোখে ঠিকই ধরা পড়বে।