মদনে ভয়াবহ অগ্নিকাণ্ড মহিউদ্দিন মার্কেটের ১৩ দোকান ছাই

Printed Edition

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদনে আলহাজ মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ব্যবসায়ীরা নিয়মিত কার্যক্রম শেষে দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে মহিউদ্দিন মার্কেটের পশ্চিম গলিতে ‘মা অর্ণালী বস্ত্র বিতান’ থেকে ধোঁয়া উঠতে দেখে পাশের ব্যবসায়ীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

মদন ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জমিয়ত আলী জানান, মহিউদ্দিন মার্কেট ও মতিউর রহমান সুপার মার্কেট মিলিয়ে মোট ১৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ এক কোটি ৭৭ লাখ টাকার মতো। আগুনে ৩৬ লাখ ৪০ হাজার নগদ টাকা পুড়ে গেছে। তবে দ্রুত পদক্ষেপ নেয়ায় আরো প্রায় তিনি কোটি ৬১ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।