ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাসে পার্কভিউ হসপিটালে সেমিনার ও ফ্রি স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত

Printed Edition

অক্টোবর মাসকে বিশ্বব্যাপী পালন করা হয় ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস’ হিসেবে। এই উপলক্ষে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের উদ্যোগে গতকাল এক সচেতনতামূলক র‌্যালি, বৈজ্ঞানিক সেমিনার এবং মাসব্যাপী ফ্রি স্ক্রিনিং ক্যাম্প উদ্বোধন করা হয়।

সকালে হাসপাতালের প্রধান ফটক থেকে র‌্যালিটি শুরু হয়ে আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। দুপুরে হাসপাতালের ১২তম তলার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান ডা: এ কে এম ফজলুল হক, সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ডা: এ টি এম রেজাউল করিম।

এ ছাড়া হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট, সার্জারি, হৃদরোগ ও গাইনি বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (সার্জারি বিভাগ) ডা: নাজমা মাহবুব, মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনকোলজিস্ট ডা: শেফাতুজ্জাহান ও রেডিওলজি কনসালট্যান্ট ডা: উম্মে ইফাত সিদ্দীকি। বিজ্ঞপ্তি।