ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড জিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় জিহাদ

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
Printed Edition

বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের অন্যতম মর্যাদাপূর্ণ প্রযুক্তি প্ল্যাটফর্ম ‘ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ৩.০’-এ স্টুডেন্ট ইনোভেশন ক্যাটাগরিতে দেশসেরা দশে স্থান করে নিয়েছেন চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার পরাণপুর গ্রামের তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদ। রাজধানীর আইডিবি ভবনের অডিটোরিয়ামে গত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

আয়োজক সূত্র জানায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে জিহাদ চূড়ান্তভাবে নির্বাচিত হন। এ অর্জনের মাধ্যমে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়া একমাত্র উদ্ভাবক হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন তিনি।

জাহিদ হাসান জিহাদ দীর্ঘদিন ধরে রোবটিক্স ও সামাজিক সমস্যা সমাধানভিত্তিক প্রযুক্তি নিয়ে কাজ করছেন। তিনি চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা। নিজের অনুভূতি প্রকাশ করে জিহাদ বলেন, ‘এই স্বীকৃতি শুধু আমার নয়, চুয়াডাঙ্গার প্রতিটি তরুণের। আমি চাই গ্রাম থেকেই আন্তর্জাতিকমানের উদ্ভাবক তৈরি হোক।’ তিনি তার পরিবার, শিক্ষক, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে আগামী ২৮ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্ট্রিম ইনোভেশন রোবটিক্স কম্পিটিশন’-এ অংশ নিতে দেশ ছাড়ছেন জিহাদ। মালয়েশিয়ান ইয়ং সায়েন্টিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৩০টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন।