নারী হকিতে কোটি টাকার স্পন্সর

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মেয়ে অ-১৮ এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ জেতায় প্রত্যাশা বেড়েছে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে)। তাইতো নতুন উদ্যমে মেয়েদের হকি উন্নতির জন্য কাজ শুরু করেছেন কর্তারা। রোববার থেকে চারটি জোনে (রাজশাহী, ময়মনসিংহ, যশোর ও কুমিল্লা) দেশের ১৮টি জেলা দলের অংশগ্রহণে শুরু হবে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট। প্রথম ধাপ শেষে পাঁচ জোনের চ্যাম্পিয়ন দল ও বিকেএসপিকে নিয়ে ডিসেম্বরের শেষে হবে দ্বিতীয় পর্ব। ফেডারেশনের পক্ষ থেকে প্রতিটি খেলোয়াড়ের জন্য রয়েছে সাত প্রকার বিশেষ সরঞ্জাম ও উপহার।

বাহফে সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব:) রিয়াজুল হাসান বলেন, ‘ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় নারী হকিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। এর আগেও তারা উইমেনস ওপেন ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্টে স্পন্সর করেছিল। এবার আরো বড় পরিসরে আয়োজন করছি। যত বেশি মেয়ে মাঠে নামবে, তত বেশি প্রতিযোগিতা বাড়বে, খেলার মান উন্নত হবে। পাইপলাইন সমৃদ্ধ হবে।’

এ প্রতিযোগিতার জন্য ব্র্যাক ব্যাংকের সিএসআর থেকে প্রায় ৯৯ লাখ টাকা দেয়া হয়েছে। ব্যাংকটির প্রধান যোগাযোগ কর্মকর্তা ইকরাম কবীর বলেন, ‘বছরের শুরুতে একটি নারী টুর্নামেন্টে সহযোগিতা করেছিলাম। মেয়েরা দারুণ খেলেছিল- সেটিই আমাদের অনুপ্রেরণা দিয়েছে আরো বড় কিছু করার। আমরা নারীদের এই অগ্রযাত্রাকে সিএসআরের অন্তর্ভুক্ত করতে চাই।’