প্রশ্নোত্তর

Printed Edition
প্রশ্নোত্তর
প্রশ্নোত্তর

প্রশ্ন : ভেজা শরীরের কোনো এক জায়গায় নাপাক লাগলে কী পুরো শরীর নাপাক হয়ে যায়?

উত্তর : না, পুরো শরীর নাপাক হবে না। তবে ভেজা শরীরে নাপাক লাগলে শরীরের অন্যত্র নাপাক দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে বেশী। সুতরাং সাবধান হতে হবে ও দ্রুত পবিত্র হতে হবে। যেসব স্থানে ছড়িয়েছে বলে মনে হয় ওইসব স্থানও ভালো করে পবিত্র করতে হবে।

-ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট