চট্টগ্রামে যুবককে গলা কেটে হত্যা

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় মো: হাসিব নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত মো: হাসিব (২৬) একই থানার জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। তিনি আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও গত দুই মাস ধরে বেকার ছিলেন বলে জানা গেছে।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো: সাজ্জাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নালা থেকে লাশ উদ্ধার করেছি। তার বুকে গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর সাথে হাসিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে ওই নারী হাসিবের সাথে পালিয়ে যান এবং তারা এলাকা ছেড়ে অন্যত্র বসবাস শুরু করেন। পরবর্তীতে ওই নারী তার প্রবাসী স্বামীকে বিদেশে তালাকনামা পাঠান। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে প্রবাসী ব্যক্তি গত সপ্তাহে দেশে ফিরে আসেন। এ সময় হাসিব ও তার সদ্য বিয়ে করা স্ত্রীও নিজেদের বাসায় ফিরে আসেন।

তিনি আরো জানান, গত কয়েকদিন ধরে প্রবাসী ব্যক্তি বিভিন্নভাবে তার স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেন, কিন্তু সফল হননি। হাসিবকেও নানা উপায়ে বোঝানোর চেষ্টা করেন তিনি।

সর্বশষ সোমবার দুপুরে প্রবাসী ব্যক্তি হাসিবের বাসায় গিয়ে তাকে ডেকে স্থানীয় সঙ্গীত আবাসিক এলাকার ভেতরে নিয়ে যান। সেখানে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনায় জড়িত প্রবাসী ব্যক্তিকে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।