দেশব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ কর্মসূচি উদ্বোধন

Printed Edition
গোমস্তাপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে অতিথিরা  : নয়া দিগন্ত
গোমস্তাপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

সারা দেশে প্রাণিসম্পদ অধিদফতর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলাগুলোর প্রাণিসম্পদ অধিদফতর ও ভেটেরিনারি হাসপাতালগুলো।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: নূরুল ইসলাম।

শরীয়তপুর প্রতিনিধি জানান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইমরুল হাসান।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি র‌্যালি বের হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ওয়াসিম আকরামের সভাপতিত্বে কমসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী। স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন বরুণ কুমার প্রামাণিক। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন ও সফল খামারি মুসলেহ উদ্দিন সরকার প্রমুখ। প্রধান অতিথি জাকির মুন্সী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, উন্নত জাতের গবাদিপশু, পোলট্রি, দুগ্ধজাত পণ্য ও কৃষি-উদ্ভাবন দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ‘প্রাণিসম্পদ দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা জানান, পোরশায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদফতর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাকিবুল ইসলাম। প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রদর্শনীতে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম।

চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছায় প্রাণিস¤পদ দফতরের আয়োজনে সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা আনোয়ারুল করিম। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ-আল-মামুন।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা জানান, প্রাণিসম্পদ অধিদফতর এর আয়োজন করেন। অনুষ্ঠানের প্রথম দিনে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।