কলাপাড়ায় বিএনপিকে ১৫ বছর মিছিল করতে দেয়নি আ’লীগ: এ বি এম মোশাররফ

Printed Edition

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপিকে বিগত ১৫ বছরে কোথাও মিছিল মিটিং করতে দেয়নি আওয়ামী লীগ। আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আপনাদের কাছে আসতে দেয়নি। যারা মানুষের ওপর জুলুম-অত্যাচার করেছে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে।

শনিবার বিকেল ৩টায় পটুয়াখালীর কলাপাড়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, যাদের এমপি-চেয়ারম্যান বানিয়েছেন তারা উন্নয়ন না করে নিজেদের আখের গুছিয়েছেন। তারা বলে বেড়ায় দাঁড়িপাল্লা ও পাখা মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায়। ¯্রফে মিথ্যা কথা। তাদের ঈমান আছে কিনা সন্দেহ! যারা এসব বলে বেড়ায় তাদের প্রতিহত করতে হবে। বাংলাদেশের একটা আসনও হাতপাখা মার্কা পাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। যদি তারা কোন আসন না পায় তাহলে তারা মানুষের উন্নয়ন ও সেবা করবে কেমনে? অথচ তারা মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করতে চায়।

জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি হুমায়ুন সিকদার, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অ্যাড: হাফিজুর রহমান তালুকদার চুন্নু, পৌর সভাপতি, গাজী ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, মহিপুর থানা সভাপতি জলিল হাওলাদার, সম্পাদক এ্যাড: শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর সভাপতি আজিজ মুসল্লি, সম্পাদক মতিউর রহমান হাওলাদার প্রমুখ।