ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপে তিনি এই মন্তব্য করেন। উরসুলা ভন ডার লিয়েন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন, ইরান নিয়ে কূটনৈতিক আলোচনায় যাওয়াই সবচেয়ে ভালো উপায় হবে। তবে তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানাননি।
ভন ডার লিয়েন বলেন, তিনি টেলিফোনে নেতানিয়াহুর সাথে একমত হয়েছেন যে, ‘ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, এতে কোনো প্রশ্নই নেই।’ এর আগে ভন ডার লিয়েন গাজায় ইসরাইলি হামলার সমালোচনা করেছেন; কিন্তু তিনি এটাও বলেছেন, জাতিসঙ্ঘের পারমাণবিক নজরদারি সংস্থার সাথে ইরান অসহযোগিতা করছে। এর মানে ইসরাইল ‘নিজেকে রক্ষা করার অধিকার রাখে’। তিনি আরো বলেন, ‘ইরানই এই অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান উৎস।’
বর্তমানে ভন ডার লিয়েন কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। সেখানে তিনি জানান, এই সম্মেলনে ইসরাইল ও ইরানের দ্বন্দ্বের পাশাপাশি রাশিয়ার ইউক্রেনে চলমান আগ্রাসনও আলোচনা হবে। তিনি বলেন, ‘ইরানি নকশায় তৈরি একই ধরনের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেন ও ইসরাইলের শহরগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে। এসব হুমকি একসাথে মোকাবেলা করা দরকার।’



