আইআইইউসির আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

Printed Edition
আইআইইউসির আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
আইআইইউসির আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশন আয়োজিত ‘আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’ গত রোববার ফাইনাল পর্বের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। প্রথম পর্বের প্রতিযোগিতা শুরু হয়েছিল ৪ জুলাই থেকে। দীর্ঘ প্রতিযোগিতার পর ফাইনালে মুখোমুখি হয় বিজনেস ক্লাব ও দাওয়াহ ক্লাব। তুমুল যুক্তি-তর্কের পর বিজয়ী হয় বিজনেস ক্লাব। এর আগে ছাত্রী শাখার ফাইনাল অনুষ্ঠিত হয়, যেখানে বিজনেস ক্লাব ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক চৌধুরী গোলাম মাওলা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর মোস্তফা মনির চৌধুরী।

বিজয়ী চ্যাম্পিয়ন, রানার্স-আপ এবং তৃতীয় স্থান অধিকারী দলকে ক্রেস্ট, সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। এ ছাড়াও কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল রাউন্ডে সেরা বক্তাদের মেডেল প্রদান করা হয়। ফাইনাল রাউন্ডে ছাত্র শাখা থেকে দাওয়াহ ক্লাবের মুহাম্মদ নাজমুল হাসান ফারাবী এবং ছাত্রী শাখা থেকে বিজনেস ক্লাবের নুসরাত ফৌজিয়া খানম মৌ সেরা বক্তা হিসেবে নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।

**ছবির ক্যাপশন: ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের সঙ্গে প্রধান অতিথি ও অতিথিদৃন্দ।