ড্যাফোডিল ইউনিভার্সিটির ২ জন পেলেন এয়ার রোভার স্কাউট গ্রুপের উডব্যাজ

Printed Edition

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার মো: নাজমুল হাসান (পিআরএস) ও ফারহানা রহমান (পিআরএস) বাংলাদেশ স্কাউটসের রোভার স্কাউট শাখায় মর্যাদাপূর্ণ উডব্যাজ অর্জন করেছেন। গত ১ জানুয়ারি বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (প্রশিক্ষণ) এ এইচ এম মহসিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উডব্যাজ স্কাউট আন্দোলনের একটি সর্বোচ্চ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশিক্ষ সম্মাননা, যা স্কাউট আন্দোলনে ‘পিএইচডি-সমমান’ যোগ্যতা হিসেবে বিবেচিত। পাঁচ স্তরবিশিষ্ট প্রশিক্ষণ স্কিম সম্পন্নকরণ, নিয়মিত স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ, নির্ধারিত অ্যাসাইনমেন্ট সফলভাবে সম্পাদন এবং আনুষ্ঠানিক পরিদর্শন ও মূল্যায়নের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। আঞ্চলিক স্কাউটসের পরিদর্শন ও সুপারিশক্রমে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতর থেকে উডব্যাজ অনুমোদন করা হয়।

এ প্রসঙ্গে নাজমুল বলেন, ‘রোভার স্কাউট লিডার হিসেবে উডব্যাজ অর্জন আমার স্কাউটিং জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। স্কাউট আন্দোলনের মূলমন্ত্র ও আত্মমর্যাদা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। উডব্যাজ অর্জনের পথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাকে সহযোগিতা করেছেন, তাদের সবাতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ফারহানা রহমান বলেন, ‘রোভার স্কাউট শাখায় উডব্যাজ অর্জন আমার জন্য অত্যন্ত সম্মানের ও অনুপ্রেরণার। স্কাউট আন্দোলনের আদর্শ ধারণ করে নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবা এবং মানবিক মূল্যবোধ গঠনে আজীবন কাজ করে যেতে চাই।’

তাদের এই ধারাবাহিক সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং এটি আগামীর রোভার স্কাউটদের জন্য এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। বিজ্ঞপ্তি।