ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আরো দু’জন। শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে তারা মারা যান। মৃতরা হলেন- বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার (৬৫) এবং সুধা দাসের ছেলে সৌরভ দাস (২৫)।
থানার ওসি শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে অতিরিক্ত মদ্যপানে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের একটি বেসরকারি কিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। লাশগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



