বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অর্থ ও হিসাব অফিসের উদ্যোগে অনুষ্ঠিত পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ ও রুলস ২০২৫ নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। সোমবার বিএমইউর এ ব্লকে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান (রতন)। কর্মশালায় দ্বিতীয় দিনে রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ আলী আহমেদ খান। কর্মশালায় বিএমইউর বিভিন্ন বিভাগের ক্রয় কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ৪০ জন শিক্ষক, কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূ্ঞাঁ এবং অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা। এ ছাড়াও উপপরিচালক (অর্থ ও হিসাব) মো: মাসুদ আলম, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ আবু নাজির, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মো: আব্দুল মতিন, সেকশন অফিসার (অর্থ ও হিসাব) শামীম আহম্মদ প্রমুখ ছাড়াও প্রশিক্ষণার্থী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।



