শাকসুতে যুক্ত হলো চার পদ, থাকছে হল সংসদও

চাকসুর ভোটগ্রহণ হবে ৫ কেন্দ্রে

আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের জন্য পাঁচটি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দীর্ঘ সমন্বয় সভা করেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে।

ক্যাম্পাস সূত্র জানিয়েছে, কেন্দ্রগুলোর মধ্যে আইটি ভবনে (ইঞ্জিনিয়ারিং অনুষদ) ভোট দেবেন সোহরাওয়ার্দী হলের ভোটাররা। শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে (কলা মানববিদ্যা অনুষদ নতুন ভবন) ভোট দেবেন শাহজালাল হল, এ এফ রহমান হল ও আলাওল হলের ভোটাররা। বিজ্ঞান অনুষদ ভবন কেন্দ্রে ভোট দেবেন শাহ আমানত হল, শহীদ আবদুর রব হল ও মাস্টারদা সূর্যসেন হলের ভোটাররা। ড. মুহাম্মদ ইউনূস ভবন (সমাজবিজ্ঞান অনুষদ) কেন্দ্রে ভোট দেবেন নবাব ফয়জুন্নেসা হল, শামসুন নাহার হল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও অতীশ দীপঙ্কর হলের ভোটাররা। ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন কেন্দ্রে ভোট দেবেন প্রীতিলতা হল, বিজয়-২৪ হল, শহীদ ফরহাদ হোসেন হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ভোটাররা।

আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা : এ দিকে চাকসু, হল ও হোস্টেল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক এক সমন্বয় সভা গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় ভিসি দফতরের সম্মেলন কক্ষে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় চবি প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, চাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) নুরুল্লাহ নুরী উপস্থিত ছিলেন।

চাকসু নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় জেলা ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় চাকসু নির্বাচনকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের যাবতীয় সুপারিশ ও পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

সমন্বয় সভায় ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, চাকসু নির্বাচনের ওপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেজ নির্ভর করছে। সফলভাবে চাকসু নির্বাচন সম্পন্ন করতে পারলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। এতে আমরা সবাই নতুন ইতিহাসের সাক্ষী হবো। আমরা দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে অত্যন্ত সফলভাবে একটি জাঁকজমকপূর্ণ সমাবর্তন আয়োজন করেছি। এবার চাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন করার পালা। আশা করি এটাও সফলভাবে সম্পন্ন হবে। তবে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমি সবার একান্ত সহযোগিতা কামনা করছি।

প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সব বড় বড় ইভেন্টে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। আশা করি চাকসু নির্বাচনেও আইনশৃঙ্খলা বাহিনী ও সিভিল প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। তিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ হলগুলোতে শৃঙ্খলা বজায় রাখা, নিয়মিত টহল দেয়া এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হল প্রভোস্ট ও নিরাপত্তা দফতরসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন।

সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান সব শিক্ষার্থীর আগ্রহের কেন্দ্রবিন্দু চাকসু নির্বাচন। এখন পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ হতে নেতিবাচক আচরণ চোখে পড়েনি। সব প্রার্থীর সহাবস্থান পরিলক্ষিত হচ্ছে। আশা করি, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো: ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন, চাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর নির্বাচন কমিশনার প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ড. মো: আনোয়ার হোসেন, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরোওয়ার্দী ও সহকারী প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, বিভিন্ন দফতরের প্রশাসক এবং চাকসু নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট কর্মকতারা।

চাকসু নির্বাচন কমিশনার ও সদস্যসচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকীর সঞ্চালনায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ছিলেন র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের এসপি মো: সাইফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটিএসবির ডিসি মো: গোলাম রুহুল কুদ্দুস, চট্টগ্রাম জিআরপির সহকারী পুলিশ সুপার মো: রিজওয়ান সাঈদ জিকু, চট্টগ্রাম ডিজিএফআইর উপপরিচালক মোস্তাক আহম্মেদ ও সহকারী পরিচালক পারভেজ আলম, চট্টগ্রাম জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মো: জুনায়েত কাউসার, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, এনএসআই চট্টগ্রামের সহকারী পরিচালক মো: নুর ইসলাম, হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া প্রমুখ।

শাকসুর গঠনতন্ত্রে যুক্ত হলো নতুন চার পদ, থাকছে হল সংসদও

সিলেট ব্যুরো ও শাবিপ্রবি প্রতিনিধি জানায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ- শাকসুর গঠনতন্ত্র চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে চারটি পদ যুক্ত করা হয়েছে এবং প্রথমবারের মতো যুক্ত হয়েছে হল ছাত্র সংসদ।

নতুন গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে মোট ২৩টি এবং প্রতিটি হল সংসদে ৯টি পদ থাকবে। আগের গঠনতন্ত্রে কেন্দ্রীয় সংসদের পদসংখ্যা ছিল ১৯টি।

নতুন যুক্ত হওয়া চারটি পদ হলো মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং সমাজসেবা সম্পাদক।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন শাকসুর গঠনতন্ত্র পুনঃপ্রণয়ন কমিটির আহ্বায়ক ও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো: এছাক মিয়া।

চূড়ান্ত গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের ২৩টি পদ হলো- সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস), ক্রীড়া সম্পাদক, সহক্রীড়া সম্পাদক, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক, সমাজসেবা সম্পাদক, ছাত্রীবিষয়ক সম্পাদক (শুধু ছাত্রীদের জন্য), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, পরিবহন সম্পাদক, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক এবং পাঁচজন সদস্য।

অন্যদিকে হল ছাত্র সংসদে থাকবে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস), ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সমাজসেবা সম্পাদক এবং তিনজন সদস্য।

শাকসু নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি আগামী নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।’