টিএমএসএস হাসপাতালে ১০ বছরে ১১ হাজার ঠোঁট কাটা, তালুকাটা ফ্রি অপারেশন সেবা প্রদান

Printed Edition

বগুড়া অফিস

ঠোঁট বা তালুকাটা কোনো অভিশাপ নয়। এটি চিকিৎসাযোগ্য। সেই চিকিৎসা স্মাইল ট্রেইন ও টিএমএসএস সম্পূর্ণ বিনা মূল্যে দিচ্ছে। স্মাইল ট্রেইন আরসিএইচ ক্লেফট প্রজেক্টের আওতায় ২০১০ সাল থেকে ২০২০৫ সাল (অক্টোবর) পর্যন্ত টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ১০ হাজার ৭৬৫ জনের বেশি রোগীর সফলভাবে অপারেশন সেবা প্রদান করা হয়েছে।

বিশ^ হাসি দিবস উপলক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সার্বিক তথ্য তুলে ধরেন প্রকল্প পরিচালক ও প্রধান সার্জন অধ্যাপক ডা: মো: সাজ্জাদ খন্দকার।

বক্তব্য দেন টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ ডা: মো: মতিউর রহমান, টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল (টিএমসি অ্যান্ড আরসিএইচ) পরিচালক ডা: মো: মুসা আল মানছুর, নির্বাহী কর্মকর্তা শাহ আলম মো: নজমুল কবির।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এই হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ চালুর চেষ্টা করা হচ্ছে। এ কাজে হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের নিকট সহযোগিতা কামনা করেন।