ক্রীড়া প্রতিবেদক
এক যুগ পর নতুন নামে আজ থেকে শুরু হচ্ছে পেশাদার ফুটবল লিগের আসর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নয়, নতুন নাম হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ দুই ভেন্যুতে শুরু হচ্ছে লিগের খেলা। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে রহমতগঞ্জ এবং মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে লড়বে দুই পড়শী আরামবাগ ক্রীড়া সঙ্ঘ ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। দুটি ম্যাচই শুরু হবে বেলা ২টা ৪৫ মিনিটে।
ইন্টারনেট ওয়েবসাইটে বিপিএল সার্চ দিলে ফুটবল নয়-ক্রিকেটের বিপিএলের খবর ও ছবি বেশি পাওয়া যায়। তা ছাড়া দুটো প্রায় সামঞ্জস্য হওয়ায় সাধারণ ক্রীড়াপ্রেমীরা অনেক সময় ধাঁধায় পড়েন। এটা ছাড়াও ঘরোয়া ফুটবলের লিগকে নতুন ব্র্যান্ডিংয়ের জন্য নতুনভাবে নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি সূত্র। নাম পরিবর্তন হওয়ায় লিগের লোগোতেও পরিবর্তন আসছে।
২০০৭ সালে বাফুফে পেশাদার লিগ শুরু করে। তখন বাফুফে প্রিমিয়ার লিগকে বি-লিগ নামকরণ করা হয়। ২০০৮ সালে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর বি লিগের নাম সম্প্রসারণ করেন। ফুটবল বহির্বিশ্বে অনেকে বি-লিগ বলতে বুঝতেন দ্বিতীয় স্তরের লিগ। এ জন্য বি-লিগ সম্প্রসারণ করে বাংলাদেশ লিগ হয়। ২০১১ সালে নাম আবার পরিবর্তন হয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ হয়। এক যুগের বেশি সময় ধরে এই নামেই ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ পরিচালিত হয়ে আসছে।