সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (ক.) জন্ম দ্বিশত বার্ষিকী ও ১২০তম মহান ১০ মাঘ ওরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্টের শিক্ষা প্রকল্প ‘শাহানশাহ্ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল’ আয়োজিত ২০২৫ পর্বের প্রথম পর্যায়ে দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলার পঞ্চম শ্রেণী সমমানের আট শতাধিক শিক্ষার্থীকে নিয়ে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার পটিয়াস্থ খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। বৃত্তি তহবিলের সদস্য আবু সালেহ সুমনের সঞ্চালনায় ও কর্ণফুলী আবদুল জলিল কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো: ফজলুল কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ আবু তৈয়ব। অনুষ্ঠানে পাঁচজনকে ট্যালেন্টপুলে এবং প্রতি উপজেলায় অনধিক তিনজন করে সাধারণ বৃত্তি দেয়া হয়। ট্যালেন্টপুলে বৃত্তির পরিমাণ ছিল ১০ হাজার টাকা (এককালীন) এবং সাধারণ বৃত্তি ছয় হাজার টাকা (এককালীন)। বৃত্তিপ্রাপ্তদের সার্টিফিকেট এবং বেশ কিছু বইও পুরস্কার হিসেবে দেয়া হয়। বিজ্ঞপ্তি।



