পথপ্রাণীদের বাঁচাতে দরদি উদ্যোগ চান ঝালায় সরহাদি

সাকিবুল হাসান
Printed Edition
পথপ্রাণীদের বাঁচাতে দরদি উদ্যোগ চান ঝালায় সরহাদি
পথপ্রাণীদের বাঁচাতে দরদি উদ্যোগ চান ঝালায় সরহাদি

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ঝালায় সরহাদি দেশের চলমান প্রাণীকল্যাণ সঙ্কট নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রতিটি শহরে আহত ও নির্যাতিত পথপ্রাণীদের জন্য দ্রুত ক্রিয়াশীল প্রাণীকল্যাণ দল গঠন করতে হবে।

ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্টে ঝালায় লিখেছেন, ‘প্রতিটি শহরে একটি প্রাণীকল্যাণ কর্মী দল থাকা জরুরি। প্রায়ই দেখি, দুর্ঘটনায় আহত কোনো কুকুর বা বিড়াল রাস্তায় কাতরাচ্ছে; কিন্তু সাহায্য করার মতো কোনো সরকারি ব্যবস্থা নেই।’

তিনি বলেন, বর্তমানে প্রাণীকল্যাণ সংস্থা ও উদ্ধারকারী দলগুলো সীমিত সম্পদে যতটা সম্ভব কাজ করছে; কিন্তু দানের অর্থের ওপর নির্ভর করায় তাদের পক্ষে সব প্রাণীর যতœ নেয়া সম্ভব হয় না। ‘ওরা আন্তরিকভাবে চেষ্টা করে, কিন্তু যতটা দান পায়, ততটাই করতে পারে।’

সরহাদি আরো প্রশ্ন তুলেছেন, সরকার বা স্থানীয় প্রশাসনের কোন্ দফতর এ বিষয়টির দায়িত্বে রয়েছে তা স্পষ্ট নয়। ‘কিছু দফতর নিজেরাই কুকুর নিধন অভিযানে জড়িত, যা একেবারেই নির্মম এবং আমি এর ঘোর বিরোধী।

অভিনেত্রী তার অনুসারীদেরও এই সমস্যার সম্ভাব্য সমাধান জানানোর অনুরোধ করেন।

‘হ্যাশট্যাগ সেভ অ্যানিমেল’ দিয়ে তিনি লিখেছেন ‘যদি কারো কাছে কোনো উত্তর বা পরিকল্পনা থাকে, দয়া করে আমাকে ডিএম করুন।’

পাকিস্তানে দীর্ঘদিন ধরেই পথপ্রাণীদের ওপর নির্যাতন ও নির্মম আচরণের ঘটনা নিয়মিত ঘটে আসছে। অনেক সময় পৌরসভা কর্তৃপক্ষ বা স্থানীয় লোকজন ‘রাস্তা নিরাপদ রাখার’ নামে কুকুর নিধন, বিষ প্রয়োগ কিংবা গুলি করে হত্যার মতো নিষ্ঠুর পদক্ষেপ নেয়।

মানবিক সংগঠন ও প্রাণী অধিকারকর্মীরা বহুদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে আসছেন এবং বিকল্প হিসেবে উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানিয়ে আসছেন।

ঝালায় সরহাদির এই আহ্বান সেই দাবিকে আরো জোরদার করেছে। তিনি মনে করেন, এখন সময় এসেছে পাকিস্তানে একটি গঠন ও জবাবদিহিমূলক এবং সহানুভূতিনির্ভর প্রাণীকল্যাণ ব্যবস্থা গড়ে তোলার, যেখানে প্রাণহানি নয়; বরং সহানুভূতি ও দায়িত্বশীলতাই হবে মূল ভিত্তি।