ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে উদগিরণ

রয়টার্স
Printed Edition
ইন্দোনেশিয়ার বালির পূর্বে ফোরেস দ্বীপে বিস্ফোরিত আগ্নেয়গিরি মাউন্ট লেওতোবি লাকি-লাকি : ইন্টারনেট
ইন্দোনেশিয়ার বালির পূর্বে ফোরেস দ্বীপে বিস্ফোরিত আগ্নেয়গিরি মাউন্ট লেওতোবি লাকি-লাকি : ইন্টারনেট

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে অবস্থিত মাউন্ট লেউওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে মঙ্গলবার ভয়াবহ উদগিরণ শুরু হয়েছে। দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, উদগিরণের ফলে সৃষ্ট ছাইয়ের মেঘ প্রায় ১১ কিলোমিটার উঁচু পর্যন্ত উঠে যায়। সংস্থাটি জানায়, আগ্নেয়গিরিটির সতর্কতা মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে এবং ভারী বৃষ্টিপাতে লাভা প্রবাহের আশঙ্কাও রয়েছে। আগ্নেয়গিরিটি মে মাসেও অগ্ন্যুৎপাত করেছিল, তখনো একইভাবে সতর্কতা মাত্রা বৃদ্ধি করা হয়েছিল।

মঙ্গলবার সংস্থাটির শেয়ার করা ছবিতে দেখা যায়, একটি কমলা রঙের ছাইয়ের মেঘ ছত্রাকের আকৃতিতে আকাশে ছড়িয়ে পড়ছে এবং একটি পার্শ্ববর্তী গ্রামকে গ্রাস করছে। এখনো পর্যন্ত বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গত মার্চ মাসে লেউওতোবি আগ্নেয়গিরি উদগিরিত হলে, অস্ট্রেলিয়ার জেটস্টার ও কুয়ান্টাস এয়ারওয়েসসহ বেশ কয়েকটি বিমান সংস্থা বালির উদ্দেশে যাত্রা বাতিল বা বিলম্বিত করেছিল।

দেশটিতে এ ধরনের ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত উদ্ধার ও দুর্যোগ প্রশমন সংস্থা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত, যা পৃথিবীর অন্যতম ভূকম্পন ও আগ্নেয়গিরি সক্রিয় এলাকা।