জিনজিরা গ্যাস অফিসের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

Printed Edition

ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ দরগাবাড়ি, চুনকুটিয়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী সোমবার দুপুরে স্থানীয় জিনজিরা তিতাস গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন। পরে তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক বছর ধরে ঘরে গ্যাস সরবরাহ নেই। এর আগেও সাত-আট মাস ধরে প্রতিদিন মাত্র ৩-৪ ঘণ্টা গ্যাস পাওয়া যেত। অথচ এলাকার প্রায় ১০৩টি বৈধ সংযোগের পরিবার নিয়মিত তিতাসকে বিল পরিশোধ করে আসছে। গ্যাস না থাকায় রান্নাবান্না থেকে শুরু করে সংসারের দৈনন্দিন সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অনেকেই বাধ্য হয়ে হোটেলের খাবারের ওপর নির্ভর করছেন, যা অতিরিক্ত ব্যয়ের কারণও হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্যাস না থাকায় ভাড়াটিয়ারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। এতে নিম্ন আয়ের বাড়ির মালিকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বাড়ির মালিক মোহাম্মদ ওয়ালীদ হোসেন বলেন, ‘গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। গ্যাস না থাকায় ভাড়াটিয়ারা অন্যত্র চলে যাচ্ছে। অনেক মালিকের সংসারই চলত এই ভাড়া দিয়ে; এখন সেই উপার্জনও বন্ধ হয়ে গেছে।’

এলাকাবাসী অভিযোগ করেন, বারবার তিতাস অফিসে মৌখিক ও লিখিত অভিযোগ দেয়ার পরও কোনো সমাধান পাওয়া যায়নি। এ অবস্থায় গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে তারা গ্যাস বিল পরিশোধ বন্ধ করার ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে তিতাস গ্যাস কন্ট্রাক্টর ও তিতাস গ্যাস ডিস্ট্রিবিউটর সমিতির কেরানীগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ রফিক বলেন, ‘এলাকাবাসীর ভোগান্তির বিষয়টি লিখিতভাবে পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

এলাকাবাসীর দাবি, ‘যেহেতু গ্যাস পাচ্ছেন না, তাহলে বিল দেবেন কেন?’ তারা সরকার ও তিতাস কর্তৃপক্ষের কাছে অবিলম্বে নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।