দেশের পুজিবাজারে অবশেষে সূচকের উন্নতির দেখা মিলেছে। আর মাত্র দুই কর্মদিবস পরই শুরু হচ্ছে ঈদের ছুটি। এ সময় দেশের দুই পুঁজিবাজারেই সূচকের উন্নতি ঘটল। সেই সুবাধে বৃদ্ধি পেয়েছে পুঁজিবাজারের লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন গতকাল আবার ৫০০ কোটি টাকা অতিক্রম করেছে। এ দিন ৫০৪ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে বাজারটি। গত ২৫ ফেব্রুয়ারির পর আর এ পর্যায়ে পৌঁছেনি বাজারটির লেনদেন।
গতকাল সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ১৩ দশমিক ৫৩ পয়েন্ট বৃদ্ধি পায়। ৫ হাজার ১৮৩ দশমিক ৩৫ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি সকাল সাড়ে ১০টার দিকে ৫ হাজার ২২২ পয়েন্টে পৌঁছে যায়। এ সময় সূচকটির উন্নতি রেকর্ড করা হয় ৩৯ পয়েন্ট। কিন্তু লেনদেনের বিভিন্ন পর্যায়ে সৃষ্ট বিক্রয়চাপ সূচককে ফের নিম্নমুখী করে তোলে। এক পর্যায়ে বিক্রয়চাপ কমলে দিনশেষে ৫ হাজার ১৯৬ দশমিক ৮৮ পয়েন্টে স্থির হয়। একই সময় ডিএসইর অপর দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ বৃদ্ধি পায় যথাক্রমে ১৫ দশমিক ৩৩ ও ৭ দশমিক ৫১ পয়েন্ট।
দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ১৭ দশমিক ৮২ পয়েন্ট উন্নতি ধরে রাখে। এ বাজারে সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচক বেড়েছে যথাক্রমে ৫০ দশমিক ১১ ও ৯ দশমিক ২২ পয়েন্ট।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
এ দিন প্রতিষ্ঠানটির ৩৩ কোটি ৫৫ লাখ টাকায় ৮ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৩১ কোটি ৪০ লাখ টাকায় ৩১ লাখ ১১ হাজার শেয়ার হাতবদল হয়। আর ১৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেনে তালিকার তৃতীয় স্থানে ছিল শাইনপুকুর সিরামিকস।
এ দিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, স্কয়ার ফার্মা, বিচ হ্যাচারি, সানলাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্ট, কেডিএস এক্সেসরিজ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লি.।
তবে সিএসইতে লেনদেনের শীর্ষ তালিকা ছিল ভিন্ন। এখানে দিনের লেনদেনের শীর্ষে ছিল ক্রাউন সিমেন্ট। এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে উত্তরা ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইলস, হাক্কানি পেপার অ্যান্ড পাল্প, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আলিফ ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, ফু ওয়াং ফুডস, লাভেলো আইসক্রিম ও শাইন পুকুর সিরামিকস।
এ দিন ডিএসইর লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল ওষুধ খাতের নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি। এ দিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৭ পয়সা বা ৭ দশমিক ৬০ শতাংশ।
দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ দশমিক ৩৭ শতাংশ। আর ৭ দশমিক ২৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় তৃতীয় স্থান করে নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
এ ছাড়া গতকাল ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডোরিন পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ, মাইডাস ফাইন্যান্স, বিচ হ্যাচারি, এইচ আর টেক্সটাইল, সানলাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
অপর দিকে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে ছিল এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। এ দিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ২৯ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ৬ দশমিক ১২ শতাংশ। আর ৫ দশমিক ২৮ শতাংশ দর কমায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে শাইনপুকুর সিরামিকস।
এ ছাড়া, ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হচ্ছে- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, গোল্ডেন হার্ভেস্ট, ক্রাউন সিমেন্ট, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং নর্দার্ন ইন্স্যুরেন্স।
টানা ৯ দিন ছুটির ফাঁদে পুঁজিবাজার : এবার পবিত্র ঈদুর ফিতর উপলক্ষে টানা ৯দিনের লম্বা ছুটিতে থাকছে দেশের পুঁজিবাজার। ২৭ মার্চ বৃহস্পতিবার ঈদপূর্ব সর্বশেষ লেনদেন হবে বাজারগুলোতে। এরপর দু’দিন ২৮ ও ২৯ মার্চ সপ্তাহিক ছুটি ৩০ মার্চ থেকে ঈদের ছুটি শুরু। এ ছুটি শেষ হবে ৩ এপ্রিল বৃহস্পতিবার। এর পর ৪ ও ৫ এপ্রিল সপ্তাহিক ছুটির পর ৬ এপ্রিল পুনরায় বাজার চালু হবে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে রমজান উপলক্ষে দুই পুঁজিবাজারে লেনদেনের সময়ের যে পরিবর্তন হয়েছিল ঈদের ছুটির পর তা আর থাকবে না। আবার যথারীতি সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত টানা লেনদেন চলবে। পোস্ট ক্লোজিংয়ের সময় থাকবে ২টা ৩০ মিনিট পর্যন্ত।
এ সময় বরাবরের মতো ডিএসইর অফিস সময় থাকরে সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।