ফরিদপুরে রাজনৈতিক সহিংসতায় শিশুদেরকে ঝুঁঁকিপূর্ণ ব্যবহার

হারুন আনসারী, ফরিদপুর
Printed Edition

ফরিদপুরে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সকালে ভাঙ্গা উপজেলার কয়েকটি স্থানে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় ভাঙ্গা-খুলনা মহাসড়কের শুয়াদি নামক স্থানে শিশুদেরও দেশীয় অস্ত্র হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়। শিশুদের এভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুব ভোর থেকে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়নের নেতৃত্বে ছাত্রলীগের ছেলেরা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদিতে ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় সেখানে লকডাউনের সমর্থনে জড়ো হওয়া অনেককে রামদা, ছ্যান, ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র উঁচিয়ে মহড়া দিতে দেখা যায়। তাদের সাথে কমপক্ষে দশটি শিশুকেও দেখা যায় হেলমেট মাথায় ঢাল, সড়কি নিয়ে আওয়ামী লীগের এ লকডাউন কর্মসূচির সমর্থনে যোগ দিতে। তাদের মধ্যে একটি শিশুকে হাতে রামদা নিয়ে স্লোগান দিতে দেখা যায়। এ সময়ে ঢাকামুখী যানবাহনসহ সড়কের দুই পাশে বেশকিছু গাড়ি আটকা পড়ে। পাশেই ফেসবুকে লাইভ করতে দেখা যায় দেবাশীষ বিশ্বাস নয়নকে।

ভাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান শিশুদের এভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের বিষয়টি উল্লেখ করে বলেন, জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার নিষিদ্ধ। জাতিসঙ্ঘ শিশু অধিকার সনদেও শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার তাদের স্বার্থের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ এ সনদে স্বাক্ষরকারী দেশ। ওই সনদের ৩২ অনুচ্ছেদে শিশুকে এসব থেকে সুরক্ষা দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের সামনে অনাগত দিন রয়েছে। এভাবে সহিংস কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের সুস্থ মনোবিকাশের পথে অন্তরায়। রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার অবশ্যই প্রতিরোধ করতে হবে।