ক্রীড়া প্রতিবেদক
ভিয়েতনাম ২-০ বাংলাদেশ
বাফুফে আশা করেছিল এবারের অনূর্ধ্ব-২৩ এএফসি আসরের বাছাই পর্ব ডিঙ্গাবে বাংলাদেশ। সেই লক্ষ্যেই সিনিয়র জাতীয় দলের ১০ ফুটবলারকে অনূর্ধ্ব-২৩ দলে নেয়া। কিন্তু এই মিশনে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। গতকাল ভিয়েতনামের কাছে ০-২ গোলে হেরেছে শেখ মোরসালিনের নেতৃত্বাধীন দল। কাল ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে ইয়েমেন ২-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। ফলে প্রথম ম্যাচ শেষেই গ্রুপের তলানিতে সাইফুল বারী টিটুর দল। যদিও জ্বরের জন্য হাসপাতালে থাকায় গতকাল ডাগআউটে ছিলেন না টিটু। তার বদলে হেড কোচের দায়িত্ব পালন করেন হাসান আল মামুন। ৬ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ ইয়েমেনের সাথে।
কাল বাংলাদেশ দলে অভিষেক হয় যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ, ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল এবং ফাহামিদ সালিকের। সালিক অবশ্য বদলি হিসেবে নামেন। ইতালি থেকে আসা ফাহামিদুল ইসলামকে অবশ্য নামানোই হয়নি। আগের দিন ভিয়েতনাম এসে পৌঁছান।
পু থাও স্টেডিয়ামে কাল স্বাগতিক ভিয়েতনাম একচ্ছত্র দাপট দেখিয়েই ম্যাচটি জিতেছে। বাংলাদেশ দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ আসামান্য দক্ষতায় কয়েকটি সেভ না করলে এবং ভিয়েতনামের তিনটি প্রচেষ্টা ক্রসবার ও পোস্টে প্রতিহত না হলে আরো বড় হতে পারত এই ম্যাচে হারের ব্যবধানটি।
আর বাংলাদেশ দল তেমন কোনো চান্স তৈরি করতে পারেনি। অবশ্য ৪১ মিনিটে আল আমিন যদি ঠিক মতো সেন্টারটি করতে পারতেন, তাহলে তখন সমতা আসত। ১৪ মিনিটে বাংলাদেশ ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে ভিয়েতনামকে এগিয়ে নেন এনগুয়েন এনগোচ। এরপর ৮২ মিনিটে কর্নার থেকে হেডে জয় নিশ্চিত করেন লি ভিক্টর।
ম্যাচে বাংলাদেশী ফুটবলারদের পাসিং দেখে মনে হয়েছে তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাই নেই। তাদের আক্রমণগুলো নষ্ট হয় বেশি গতির ভুল পাসের কারণে। তবে জায়ান তার যোগ্যতা বুঝিয়েছেন। হারের পরও দুর্দান্ত কিপিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের শ্রাবন।
ম্যাচ শেষে কোচ হাসান আল মামুন জানান, শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে আমরা পরিকল্পনা মাফিক খেলতে পারিনি। মিডফিল্ডাররা ব্যর্থ ছিল। এখন আমাদের লক্ষ্য পরের ম্যাচে ইয়েমেন ও শেষ খেলায় সিঙ্গাপুরের বিপক্ষে জয়।



