চকরিয়ায় শিক্ষকের হাতে ছাত্রী অপহরণ

রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার

Printed Edition

চকরিয়া উপকূল (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়ায় প্রাইভেট শিক্ষকের হাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী অপহরণের ৪০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় চকরিয়া থানা পুলিশের একটি টিম প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে।

চকরিয়া থানার এস আই জাকির হোসেন জানান, পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলামের মেয়ে শাহরিয়া জন্নাত মীম (৯) চকরিয়া কোরক বিদ্যাপীঠের তৃতীয় শ্রেণীতে পড়ে। পাশাপাশি পৌরশহরের ৬নং ওয়ার্ডের ভাড়া-বাসায় বসবাসকারী মোহাম্মদ শফির ছেলে মুজিবুর রহমানের কাছে প্রাইভেট পড়ে। মুজিবুর রহমানের বাড়ি চট্টগ্রামের গহিরায় ঠিকানা হলেও তার প্রকৃত বাড়ি মিয়ানমার। বাংলাদেশে ভুয়া পরিচয়ে ভোটার হয়ে বাঙালি সেজে বসবাস করছিলেন মুজিব।

অপহৃত শাহরিয়া জন্নাত মীমের বাবা সাইফুল জানান, প্রতিদিনের মতো ৭ অক্টোবর মঙ্গরবারও মীম বিকেল সাড়ে ৩টায় তার শিক্ষক মুজিবের বাসায় প্রাইভেট পড়তে যায়।

মীমের বাবা সাইফুল আরো বলেন- সন্ধ্যা সাড়ে ৫টার দিকে একটি হোটাস অ্যাপসের মাধ্যমে তার কাছে ফোন আসে। ফোন রিসিভ করলে মীম কোথায় জানতে চাওয়া হলে আমি বলি সে পড়তে গেছে। অপর প্রান্ত থেকে ফের বলেন- মীম আমাদের হাতে আছে, পেতে চাইলে ১০ লাখ টাকা পাঠান। আমি নিরুপায় হয়ে ১০ হাজার টাকা প্রেরণ করি।

চকরিয়া অফিসার ইনচার্জ তৌহিদ আনোয়ার বলেন- সাধারণ ডায়েরিটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে এসআই জাকির হোসেনকে নির্দেশনা দিয়েছিলাম। এসআই জাকির এবং এএসআই জসিমউদ্দিন প্রযুক্তির সহযোগিতায় অপহৃত মীমের অবস্থান শনাক্ত করে অভিযানে নামে। অবশেষে মঙ্গলবার রাত ৮টা থেকে টানা ৪০ ঘণ্টা অভিযানের পর বুধবার সন্ধ্যা ৬টার দিকে উখিয়া কুতুপালং শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে মীমকে উদ্ধার করতে সক্ষম হয়।