আট বছর পর অভিনয়ে ফিরছেন মেগান মার্কল

সাকিবুল হাসান
Printed Edition
আট বছর পর অভিনয়ে ফিরছেন মেগান মার্কল
আট বছর পর অভিনয়ে ফিরছেন মেগান মার্কল

ব্রিটেনের সাসেক্সের ডাচেস মেগান মার্কল আবারো আলোচনায় ফিরছেন, তবে এবার কোনো রাজকীয় তথ্যচিত্র বা জীবনধারাভিত্তিক অনুষ্ঠান নয় তিনি ফিরছেন অভিনয়ে। যুক্তরাষ্ট্রের বিনোদন সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, মেগান অভিনয় করছেন অ্যামাজন এমজিএম স্টুডিওর নতুন চলচ্চিত্র ‘ক্লোজ পার্সোনাল ফ্রেন্ডস’-এ। এটি হবে ২০১৭ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘সুটস’ ছাড়ার পর তার প্রথম সিনেমা।

যদিও নির্মাতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি এবং অ্যামাজনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় ছবিটির শুটিং সেটে মেগানকে দেখা গেছে। তার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি নিজের মতোই এক নারীর চরিত্রে অভিনয় করছেন। ছবিটিতে আরো রয়েছেন ব্রি লারসন, লিলি কলিন্স, জ্যাক কোয়েড ও হেনরি গোল্ডিং।

মেগান মার্কল সাত মৌসুম ধরে সুটস এ অভিনয়ের পর ২০১৭ সালে সিরিজটি ছাড়েন। সেই বছর নভেম্বরে তার বিদায়ের ঘোষণা আসে। এরপর ২০১৮ সালে তিনি ব্রিটেনের প্রিন্স হ্যারিকে বিয়ে করে রাজপরিবারের সদস্য হন। পরে ২০২০ সালে স্বামীকে নিয়ে রাজকীয় দায়িত্ব থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। এরপর থেকে তার বেশির ভাগ কাজ হয়েছে নিজস্ব প্রতিষ্ঠান আর্চওয়েলের মাধ্যমে, যা তিনি প্রিন্স হ্যারির সঙ্গে পরিচালনা করেন।

রাজপরিবার থেকে সরে আসার পর মেগানের সর্বশেষ পর্দায় উপস্থিতি ছিল নেটফ্লিক্সের রান্না ও জীবনধারাভিত্তিক অনুষ্ঠান ‘উইথ লাভ, মেগান’ এ। প্রথম মৌসুমে অনুষ্ঠানটি নিয়ে দর্শকের আগ্রহ থাকলেও দ্বিতীয় মৌসুমে তেমন সাড়া মেলেনি। এর আগেও মেগানের অভিনয়ে ফেরার খবর শোনা গিয়েছিল। ‘সুটস’-এর নির্মাতা অ্যারন কোরশ ২০১৯ সালে এক সাক্ষাৎকারে জানান, সিরিজটির শেষ মৌসুমে তাকে ফেরানোর কথা একসময় ভাবা হয়েছিল। তবে তিনি পরে সেই ভাবনা থেকে সরে আসেন। তার ভাষায়, ‘আমি ভেবেছিলাম অনুরোধ করব, এমনকি পুরনো কিছু অডিও ব্যবহার করার কথাও মনে হয়েছিল। কিন্তু শেষে করিনি। আমি তার নতুন জীবনের প্রতি সম্মান জানাতে চেয়েছি।’

তিনি আরো বলেন, ‘সুটস’ এলএ স্পিন অফ সিরিজেও মেগানের চরিত্রের জন্য আলাদা কোনো জায়গা রাখা হয়নি।

চলচ্চিত্র ‘ক্লোজ পার্সোনাল ফ্রেন্ডস’-এর মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।