কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি, গণ-অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার সাড়ে তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জনের উপস্থিতিতে এই যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। শনিবার রাত পর্যন্ত উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মেজর (অব.) রঞ্জনের নিজ বাড়িতে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
জানা গেছে, গত ১৩ ডিসেম্বর জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জন দলটিতে যোগ দেন। এরপর থেকেই তিনি কটিয়াদীসহ বিভিন্ন এলাকায় দলের কর্মসূচিতে সক্রিয় রয়েছেন এবং ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। প্রচারনায় তিনি জামায়াতকে জড়িয়ে মুক্তিযুদ্ধ ও নানা ধরনের বিভ্রান্তি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছেন। তার আহ্বানে সাড়া দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দল, গণ-অধিকার পরিষদের নেতাকর্মী, পেশাজীবী, ব্যবসায়ী, সাবেক জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির মানুষ জামায়াতে যোগ দেন। এছাড়া অমুসলিমরাও জামায়াতে যোগ দিচ্ছেন।
এ সময় মেজর (অব:) রঞ্জন বলেন, আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি জামায়াতে যোগ দিয়েছেন। জামায়াত সম্পর্কে যে অপতথ্য ছড়ানো হয়েছে তা সঠিক নয়। জামায়াত যুদ্ধ অপরাধীর দল নয়। এটি একটি স্বাধীনও সর্বভৌমত্বে বিশ্বাসী দল।



