সিরিয়ার কুনেইত্রায় ইসরাইলি বাহিনীর অনুপ্রবেশ

Printed Edition

আলজাজিরা

আরব দেশ সিরিয়ায় আবারো প্রবেশ করেছে দখলদার ইসরাইলি সেনারা। গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের সাইদা আল-গোলান গ্রামে ইসরাইলি সেনাবাহিনীর ১২টি সামরিক যান ঢুকে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত আলজাজিরার সংবাদদাতা এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ এই অনুপ্রবেশকে সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এমন সময়ে ঘটনাটি ঘটল, যখন সিরিয়ার প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরাইলি প্রতিনিধিদের সাথে নতুন দফার আলোচনায় অংশ নিচ্ছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বিষয়টি নিশ্চিত করেছে। সানা জানায়, আলোচনাগুলো মঙ্গলবার দ্বিতীয় ও শেষ দিনে গড়ানোর কথা ছিল। সোমবার সানাকে দেয়া এক বক্তব্যে সিরিয়ার সরকারের একটি সূত্র জানায়, এই আলোচনা পুনরায় শুরু হওয়া প্রমাণ করে যে সিরিয়া তার আলোচনা অযোগ্য জাতীয় অধিকার পুনরুদ্ধারে অবিচল প্রতিশ্রুতিবদ্ধ।

দীর্ঘদিনের সিরিয়ার নেতা বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরাইল গোলান মালভূমির বাইরে সিরিয়ার আরো ভূখণ্ড দখল সম্প্রসারিত করেছে এবং দক্ষিণ সিরিয়ায় একাধিক অভিযান ও বোমাবর্ষণ চালিয়েছে। কয়েক মাস ধরে ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই দক্ষিণ সিরিয়ায়, বিশেষ করে কুনেইত্রা প্রদেশে অনুপ্রবেশ চালিয়ে যাচ্ছে। এসব অভিযানে গ্রেফতার, চেকপয়েন্ট স্থাপন এবং জমি বুলডোজার দিয়ে ধ্বংস করার ঘটনা ঘটেছে, যা জনমনে ক্রমবর্ধমান ক্ষোভ ও অস্থিরতা সৃষ্টি করেছে। সরাসরি সামরিক হুমকি কিছুটা কমে এলেও ইসরাইলি সেনাবাহিনী এখনো বিমান হামলা চালিয়ে যাচ্ছে।