৮১টি দেশী সংস্থার সাথে কাল ইসির সংলাপ

Printed Edition

বিশেষ সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধনপ্রাপ্ত ৮১টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে নির্বাচন কমিশন। আগামীকাল মঙ্গলবার সকালে এবং বিকেলে এসব সংস্থার সাথে ইসি বসবে বলে ইসির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আশাদুল হক জানান।

তিনি জানান, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৪০টি সংস্থার সাথে বসবে ইসি।

সংস্থাগুলো হলো, বিচরণ কল্যাণ সংস্থা, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, অ্যাকশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট (এএসডি), সেবা ফাউন্ডেশন, রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি ফর বাংলাদেশ (র‌্যাক-বাংলাদেশ), ডেমোক্র্যাসিওয়াচ, প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশন, ভলান্টারি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (ভিআরডিএস), সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস, আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন, গণ উন্নয়ন কেন্দ্র (এটক) চাঁদ মানব উন্নয়ন সংস্থা, ব্যুরো অব সোসাল ওয়াচ অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা (এএসকেএস), প্রসোশনাল রিসার্স অ্যাডভোকেসি ট্রেনিং অ্যাকশন ইয়ার্ড (প্রত্যয়), মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুস, বাংলাদেশ সোসাইটি ফর ইকোলোজিকাল রিসার্চ ইনিশিয়েটিভ (বিএসইআরআই), আশ্রয় ফাউন্ডেশন কর্ম উন্নয়ন কেন্দ্র (ডব্লিউডিসি), আলোকিত সমাজ কল্যাণ সংস্থা, অ্যাসোসিয়েশন অব মুসলিম ওয়েলফেয়ার এজেন্সি বাংলাদেশ, হোপ, অধিকার, আরপিও ফাউন্ডেশন, অর্গানাইজেশন ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট (উষা), সমাজ উন্নয়ন পল্লী সংস্থা (এসডিআরএস), হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস), সঙ্গতি সমাজ কল্যাণ সংস্থা, এডাব (অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ), লাইট হাউজ, রূপান্তর, পাথওয়ে, পল্লীশ্রী, রিসডা-বাংলাদেশ, রশ্মি হিউম্যান, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরএইচডিও) ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি (আইসিডিএস) বাকেরগঞ্জ ফোরাম। একটিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সাথী, বকুলতলী মহিলা সংসদ (বিএমএস)।

বিকেলে যাদের সাথে বৈঠক হবে সে সংস্থাগুলো হলো : ইউআরপিএসএ, অ্যাসোসিয়েশন ফর সোসিও ইকোনোমিক অ্যাডভান্সমেন্ট (এসিয়া), চারু ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ), স্কোপ, পার্টিসিপেটরি অ্যাডভান্সমেন্ট সোস্যাল সার্ভিস-পাস, কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট (কার্ড), সেন্টার ফর রাইটস্ অ্যান্ড ডেভেলপমেন্ট-সিআরডি, এফএআরই, অগ্রগতি সেবা সংস্থা (অসেস), দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা (ডিপিইউপি), সমাহার- মাল্টিডিসিপ্লিনারি রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বিয়ান মনি সোসাইটি (বিএমএস), গরিব উন্নয়ন সংস্থা (জিইউএস), সচেতন নাগরিক সোসাইটি, দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস), নজরুল স্মৃতি সংসদ (এনএসএস), ব্রতী সমাজ কল্যাণ সংস্থা, মানব সহায়ক কেন্দ্র (এমএসকে), রুরাল ভিশন (আরডি), গ্রামীণ ইকোনোমিক অ্যান্ড সোস্যাল অ্যাডভান্সমেন্ট (জিসা), মৌলিক অধিকার বাস্তবায়ন সংস্থা, রাসটিক, বাঁচতে শেখা, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), যুব একাডেমি, এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি), উইমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বিবি আছিয়া ফাউন্ডেশন, ডাক্তারবাড়ি সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ডিএডব্লিউএফ), ইয়ুথ ইনিশিয়েটিভ ফরসোসিও ইকনোমিক অ্যাকটিভিটি (ইযিয়া), মুক্তির বন্ধন ফাউন্ডেশন, দিশা সমাজ কল্যাণ সংস্থা, এসো জাতি গড়ি (এজাগ), নেত্রকোনা সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি বুরাল পুওর-ডরপ, হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি (কেএইচআরডিএস), রুরাল ইকোনোমিক সোস্যাল ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন (রেসডো)।