বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ ই মি ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প নিয়ে মতবিনিময় হয়, যা বাংলাদেশের বন্দর সক্ষমতা বৃদ্ধি ও বাণিজ্য প্রতিযোগিতা শক্তিশালীকরণের একটি কৌশলগত উদ্যোগ হিসেবে বিবেচিত। বিজ্ঞপ্তি।