প্রশ্ন : কোনো ব্যক্তি তার মা এবং বউয়ের মধ্যকার ঝগড়ার কারণে বউকে রাগের মাথায় যদি বলে ফেলে আজকে তোকে তালাক দেবো, তালাক দেবো, তালাক দেবো। তাহলে বউ তালাক হয়ে যাবে কি?
উত্তর : ‘দেবো’ বললে তালাক হবে না। তবে ভবিষ্যতে এই ধরনের যেকোনো কথা থেকে বিরত থাকতে হবে। এই শব্দ কোনোভাবেই মুখে আনা ঠিক হবে না।
-ফতোয়া বিভাগ, আস-সুন্নাহ ট্রাস্ট



