নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সৌদি গণমাধ্যম আল আরাবিয়া এ খবর নিশ্চিত করেছে। মরহুমের নামাজে জানাজা গতকাল আছরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হয়। এ ছাড়া বাদশাহ সালমানের নির্দেশে মসজিদে হারাম ও মসজিদে নববীসহ দেশের সব মসজিদে তার গায়েবানা জানাজার নামাজ আদায় করা হয়।
শায়খ আবদুল আজিজ আলে শায়খ দেশটির সর্বোচ্চ ধর্মীয় পদে আসীন ছিলেন। ইসলামিক ফিকহ ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তার মতামত বিশেষ গুরুত্ব বহন করত। তিনি ১৯৪৩ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত আলেম ও সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শায়খ মুহাম্মদ বিন ইব্রাহিম আলে শায়খের শিষ্য ছিলেন। ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন তিনি, যা ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার সুদীর্ঘকালের খতিব হিসেবে রেকর্ড গড়েন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন। এ ছাড়া ১৯৯৯ সালে শায়খ আবদুল আজিজ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত হন। পাশাপাশি তিনি দেশটির সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। দেশ-বিদেশে তিনি একজন প্রভাবশালী ও সম্মানিত ইসলামিক পণ্ডিত হিসেবে পরিচিত ছিলেন। তার ইন্তেকালকে সৌদি আরবসহ সমগ্র মুসলিম বিশ্বে এক বিরাট ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। তিনি নিজের জ্ঞান, বিনয় ও স্পষ্টবাদিতার কারণে সর্বত্র সমাদৃত ছিলেন।
জামায়াত আমিরের শোক : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ আলে শায়খ-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। শোকবাণীতে তিনি বলেন, শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ আলে শায়খ-এর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবককে হারাল। তিনি সুদীর্ঘ ৩৫ বছর পবিত্র হজের দিকনির্দেশনামূলক খুতবা দিয়ে মুসলিম উম্মাহর বিরাট খেদমত করে গেছেন। তার ইন্তেকালে সৌদি আরবসহ মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব খেদমত কবুল করুন। তার গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে নেকিতে পরিপূর্ণ করে দিন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের আলা দারাজা নসিব করুন। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী, সহকর্মী ও সৌদি আরবের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি তিনি যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন, আমীন।
জমিয়তের শোক : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক শোক বার্তায় বলেন, মরহুম ছিলেন ইসলামী জ্ঞানের অগাধ ভাণ্ডার ও উম্মাহর জন্য একজন বাতিঘরের মতো পথপ্রদর্শক। তার জীবন ছিল কুরআন-সুন্নাহর প্রচার, ফতোওয়া এবং দাওয়াতি কাজের জন্য নিবেদিত। তিনি দীর্ঘ সময় ধরে সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বের সর্বোচ্চ আসনে থেকে বিশ্ববাসীকে ইলম ও হেদায়াতের আলো পৌঁছে দিয়েছেন। নেতৃদ্বয় আরো বলেন, শায়খ আব্দুল আজিজ আলুশ শাইখ (রহ:)-এর ইন্তেকালে মুসলিম উম্মাহ এক যুগশ্রেষ্ঠ মনীষীকে হারালো। তার ইন্তেকাল বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সৌদি সরকার ও মুসলিম উম্মাহকে সবর করার তাওফিক দেন। আমীন।


