১৯ বছর পর বগুড়া যাচ্ছেন

উন্নয়নে ইইউর সহযোগিতা চেয়েছেন তারেক রহমান

বিশেষ সংবাদদাতা
Printed Edition
গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন ইইউর প্রতিনিধিদলের সদস্যরা : নয়া দিগন্ত
গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন ইইউর প্রতিনিধিদলের সদস্যরা : নয়া দিগন্ত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করাসহ নানা বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। ইইউর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৈঠকে তারেক রহমানের সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

বৈঠকের পর নজরুল ইসলাম খান বলেন, ইউরোপীয় একটি প্রতিনিধিদল তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে মূলত তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। খুব ভালো এবং ফলোপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন শেষ হওয়ার পরে এ দেশের উন্নয়নে বিএনপির কী ভাবনা-চিন্তা এসব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে । আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে বলেছেন যে, এই নির্বাচনটা যত দ্রুত সম্ভব করার দাবিটা মূলত আমাদেরই ছিল। আমরাই চাচ্ছি যে নির্বাচন যত দ্রুত সম্ভব অর্থাৎ যে তারিখ নির্ধারিত আছে এই তারিখে যেন হয়, শান্তিপূর্ণ অবাধ এবং সুষ্ঠু যেন হয়। এ ব্যাপারে বিএনপির যে কমিটমেন্ট বিএনপির যে আগ্রহ এটা তিনি পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, তারেক রহমান এটাও বলেছেন যে, দেশের মানুষ দীর্ঘদিন নির্বাচনে অংশ নিতে পারে নাই , ভোট দিতে পারে নাই। তারা অপেক্ষা করছে অধীর আগ্রহে যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে, সেখানে তারা অংশগ্রহণ করবেন এবং তাদের ইচ্ছা-আকাক্সক্ষা তারা ভোটের মাধ্যমে প্রকাশ করবেন। নির্বাচনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছি। এর জন্য যা প্রস্তুতি নেয়ার দরকার এগুলা আমরা নিয়েছি, আমরা কাজ করছি।

বাংলাদেশের উন্নয়নের সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নকে তারেক রহমান ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, তিনি আশা করেছেন, তাদেরকে অনুরোধও করেছেন যে, আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়ন যেন আরো বেশি সহযোগিতা করে, বাংলাদেশের উন্নয়নে যেন আরো কার্যকর ভূমিকা পালন করে যাতে বাংলাদেশের জনগণ উপকৃত হয়।

তারা বলেছেন যে, তারা আরো অধিক পরিমাণে সহযোগিতা নিয়ে তারা আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে। তিনি বলেন, ইইউর বেশ কিছু কনসার্ন ছিল বিশেষ করে শ্রমিক অধিকারের ব্যাপারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশের শ্রমিকদের কল্যাণে বিএনপি সরকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ সব ভূমিকা পালন করেছে।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন। গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশনে এসে তিনি খালেদা জিয়ার জন্য খোলা বইয়ে শোকবার্তা লিখে সই করেছেন। শোকবার্তায় বালাকৃষ্ণান সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান

বগুড়া অফিস জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি, রোববার দুই দিনের রাজনৈতিক সফরে বগুড়ায় যাচ্ছেন। ১১ জানুয়ারি সকালে তারেক রহমান গুলশানের বাসা থেকে বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। বগুড়ায় পৌঁছার পর তিনি ওই দিন সেখানে রাত্রিযাপন করবেন। পরদিন সকাল ১০টায় তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জেলা বিএনপির আয়োজিত গণদোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

দোয়া মাহফিলটি বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে আয়োজনের প্রস্তুতি চলছে। তবে স্থান এখনো চূড়ান্ত হয়নি। বিকল্প হিসেবে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠেও অনুষ্ঠান আয়োজনের চিন্তাভাবনা রয়েছে। মাঠের বাইরে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে তার বক্তব্যসহ পুরো অনুষ্ঠান সম্প্রচারের প্রস্তুতিও নেয়া হচ্ছে।

দলীয় সূত্র জানায়, অনুষ্ঠানে আমন্ত্রিত ২০২৪ সালের জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের সাথে তারেক রহমান সাক্ষাৎ করবেন। এরপর তিনি জুলাই আন্দোলনে শহীদ কমর উদ্দিন বাঙ্গী, শহীদ রাতুল ও শহীদ মাহফুজার রহমানের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তিনি সড়ক পথে রংপুরের উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।